গোর্খাদের দাবিদাওয়া নিয়ে কমিটি গঠনের প্রশ্ন কংগ্রেস সাংসদের, পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর
Updated By: Jul 26, 2017, 06:26 PM IST
ওয়েব ডেস্ক: রাইসিনায় পা রেখেছেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোর্চার আশা, এ বার কেন্দ্রের বার্তায় তাদের মুখরক্ষার রাস্তা মিলবে। যদিও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির লোকসভায় ইঙ্গিত দিলেন, আলাদা রাজ্যের দাবি নিয়ে মোটেই ভাবছে না কেন্দ্র। কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রশ্ন করেন, গোর্খাদের দাবিদাওয়া খতিয়ে দেখতে সরকার কোনও কমিটি গঠন করছে কী? উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান কোনও কমিটি গঠনের প্রস্তাব সরকারের কাছে নেই। পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষা পুরোপুরি রাজ্যের বিষয় বলেও জানিয়ে দেন তিনি। কেন্দ্রীয় সরকারের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে মোর্চার আলাদা রাজ্যের দাবিকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। এমনই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন- বক্তৃতায় স্থান না পাওয়া নেহেরুকে নিয়ে তুলকালাম রাজ্যসভায়