পেলেট গানের পরিবর্তে নতুন অস্ত্র, কাশ্মীরে প্লাস্টিক বুলেট ব্যবহার করবে সিআরপিএফ

Updated By: Oct 7, 2017, 07:07 PM IST
পেলেট গানের পরিবর্তে নতুন অস্ত্র, কাশ্মীরে প্লাস্টিক বুলেট ব্যবহার করবে সিআরপিএফ

ওয়েব ডেস্ক: কাশ্মীরে পেলেট গান এর ব্যবহার কমাতে চলেছে সিআরপিএফ। পরিবর্তে ব্যবহার করা হবে প্লাস্টিক বুলেট। বাহিনী সূত্রের খবর, কাশ্মীরে সিআরপিএফের কাছে ২১,০০০ প্লাস্টিক বুলেট পাঠানো হচ্ছে।

কাশ্মীরে পেলেট গানের ব্যবহার নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক হয়েছে। অভি‌যোগ, পেলেট গান-এর ছররা লেগে উপত্যকার বহু শিশু-কিশোর দৃষ্টিশক্তি হারিয়েছে। সিআরপিএফের ডিজি আরআর ভাটনগর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নতুন এই প্লাস্টিক বুলেট অনেক কম ‌যন্ত্রাণাদয়ক। কাশ্মীরে আমাদের ইউনিটগুলির জন্য ২১,০০০ ওই ধরনের বুলেট পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, ওই নতুন ধরনের প্লাস্টিক বুলেট উদ্ভাবন করেছে ডিআরডিও। এই বুলেট ‌যে কোনও একে ৪৭ সিরিজের রাইফেলে ব্যবহার করা ‌যায়। ভাটনগর আরও জানিয়েছেন, সিআরপিএফ ছাড়াও কাশ্মীরে বিশেষ অ্যান্টি রায়ট ইউনিটকেও ওই বুলেট দেওয়া চিন্তাভাবনা হচ্ছে।

আরও পড়ুন-আগামী সপ্তাহেই রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন মুকুল রায়

.