Covid টিকাকরণ ১০০ কোটি হলেই দেশজুড়ে প্রচারের কৌশল Modi সরকারের
কোভিডের মোকাবিলায় দ্রুত টিকাকরণকে সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্র।
![Covid টিকাকরণ ১০০ কোটি হলেই দেশজুড়ে প্রচারের কৌশল Modi সরকারের Covid টিকাকরণ ১০০ কোটি হলেই দেশজুড়ে প্রচারের কৌশল Modi সরকারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/14/350043-covid-16.jpg)
নিজস্ব প্রতিবেদন: ১০০ হতে আর বাকি ৩! কোভিড টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছুঁলেই বিরাট আকারে প্রচারের পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। স্বাস্থ্য দফতর সূত্রের, রেল স্টেশন, ট্রেন, বিমান ও জাহাজে ঘোষণা হবে। নর্থ ও সাউথ ব্লকে তোলা হবে জাতীয় পতাকা।
আর কয়েকদিনেই মাইলফলক ছোঁয়া সম্ভব বলে সরকারি সূত্রের খবর। নির্দিষ্ট জনসংখ্যার ৭৫ শতাংশ টিকার একটি ডোজ নিয়ে ফেলেছে। কমপক্ষে ৩০ শতাংশ নিয়েছেন টিকার দ্বিতীয় ডোজ। নবরাত্রি ও দুর্গাপুজোর কারণে টিকাকরণের গতি খানিকটা স্লথ হয়েছে বলে জানা গিয়েছে। দশমীর পরই জোরকদমে শুরু হবে টিকাদান কর্মসূচি। যত তাড়াতাড়ি সম্ভব ১০০ কোটিতে পৌঁছনোই এখন লক্ষ্য সরকারের। কো-উইন অ্যাপের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৭ কোটি টিকাকরণ হয়েছে।
কোভিডের মোকাবিলায় দ্রুত টিকাকরণকে সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্র। বিজেপি সূত্রের খবর, সকল মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও রাজ্য-জাতীয় নেতৃত্বকে দেশজুড়ে অনুষ্ঠানগুলিতে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- WC T20: বুর্জ খলিফায় আলোর খেলায় নতুন জার্সিতে Kohli-রা; ঐতিহাসিক, বলল BCCI