দেশের নয়া সেনাপ্রধান নিয়ে তৈরি হল বিতর্ক

দেশের নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেনান্ট জেনারেল বিপিন রাওয়াত। পয়লা জানুয়ারি দেশের ২৭তম সেনাপ্রধান হিসাবে শপথ নেবেন রাওয়াত। ১১তম গোর্খা রাইফেলস বাহিনীর বিখ্যাত ৫০ ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে রাওয়াতকে সেনাপ্রধান করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাওয়াতের চেয়ে সিনিয়র হিসাবে রয়েছেন লেফটেনান্ট জেনারেল প্রভীন বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল  পি এন হারিত।

Updated By: Dec 18, 2016, 09:30 AM IST
দেশের নয়া সেনাপ্রধান নিয়ে তৈরি হল বিতর্ক

ওয়েব ডেস্ক : দেশের নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেনান্ট জেনারেল বিপিন রাওয়াত। পয়লা জানুয়ারি দেশের ২৭তম সেনাপ্রধান হিসাবে শপথ নেবেন রাওয়াত। ১১তম গোর্খা রাইফেলস বাহিনীর বিখ্যাত ৫০ ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে রাওয়াতকে সেনাপ্রধান করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাওয়াতের চেয়ে সিনিয়র হিসাবে রয়েছেন লেফটেনান্ট জেনারেল প্রভীন বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল  পি এন হারিত।

আরও পড়ুন- সেনা, বায়ুসেনা, আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ

এঁদের দু'জনকে টপকে রাওয়াতকে কেন্দ্র সেনাপ্রধান হিসাবে বেছে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তিন সেনাপ্রধানের শীর্ষে নতুন একটি পদ, চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা হতে পারে। তাহলে কি সেই পদে বসানো হবে লেফটেনান্ট জেনারেল বক্সিকে? সেজন্যই কি তাঁকে সেনাপ্রধান করা হল না ? নাকি তাঁর সিনিয়রিটির দাবিকে গুরুত্ব দিল না সরকার? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

.