মোদীকে খুন করার হুমকি দিলেন সাহারানপুরের কংগ্রেস প্রার্থী
সাহারনপুরের কংগ্রেস প্রার্থী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে `টুকরো টুকরো করে কেটে ফেলার` হুমকি দিলেন। সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এই ধরনের `উত্তেজক` মন্তব্য ছড়ানোর জন্য ইমরান মাসুদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
সাহারনপুরের কংগ্রেস প্রার্থী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে `টুকরো টুকরো করে কেটে ফেলার` হুমকি দিলেন। সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এই ধরনের `উত্তেজক` মন্তব্য ছড়ানোর জন্য ইমরান মাসুদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নির্বাচনী জনসভায় মাসুদ বলেন ``যদি মোদী উত্তরপ্রদেশকে গুজরাতে পরিণত করার চেষ্টা করেন তাহলে আমরা ওনাকে টুকরো টুকরো করে কেটে ফেলব। আমি যেমন মরতেও ভোয় পাই না তেমনই প্রয়োজনে কাউকে মারতেও পিছিয়ে আসব না। মোদীর বিরুদ্ধে আমার লড়াই। উনি ভাবছেন উত্তর প্রদেশও গুজরাত হবে। গুজরাতে মাত্র ৪% মুসলিম রয়েছেন। উত্তর প্রদেশের ৪২% মানুষই মুসলিম।``
মাসুদের বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভাইরালে পরিণত হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেববাড় পুলিস স্টেশনে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
যদিও পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইমরান মাসুদ।