LPG Price: এক ধাক্কায় অনেকটাই কমলো ১৯ কেজির LPG সিলিন্ডারে দাম
গত মাসেই খানিকটা চমক দিয়ে পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। পেট্রোলের উপর থেকে লিটারে ৮ টাকা ও ডিজেলে লিটারে ৬ টাকা শুল্ক কম করে কেন্দ্র সরকার
নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলের পর এবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো অনেকটাই। বুধবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩৫ টাকা। আজ থেকেই দেশজুড়ে এই দাম লাগু হয়েছে।
দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল ২,২১৯ টাকা। আগে এই দাম ছিল ২,৩৫৪ টাকা। কলকাতায় ওই সিলিন্ডারের আগে দাম ছিল ২,৪৫৪ টাকা। নতুন দাম হবে ২,৩২২ টাকা। অন্যদিকে মুম্বইয়ে বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হবে ২,১৭১ টাকা। আগে এই দাম ছিল ২,৩০৬ টাকা।
Prices of 19kg commercial LPG cylinders reduced by Rs 135 per cylinder. It will now cost Rs 2219 in Delhi, in Kolkata it will cost Rs 2322, in Mumbai Rs 2171.50, and in Chennai it will cost Rs 2373.
No change in rates of domestic LPG cylinder. New rates are effective from today pic.twitter.com/4EzRDHQheG
— ANI (@ANI) June 1, 2022
উল্লেখ্য, গত ১ মে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ১০০ টাকা। তবে তার আগে এপ্রিলে ২৫০ টাকা ও মার্চে ১০৫ টাকা দাম কম করে কেন্দ্র।
প্রসঙ্গত, গত মাসেই খানিকটা চমক দিয়ে পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। পেট্রোলের উপর থেকে লিটারে ৮ টাকা ও ডিজেলে লিটারে ৬ টাকা শুল্ক কম করে কেন্দ্র সরকার। তার পরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কিছুটা স্বস্তি পাবেন ছোট ব্যবসায়ীরা। তবে এখনই ঘরোয়া রান্নার গ্য়াসে কোনও ভালো খবর নেই কেন্দ্রের তরফে।
আরও পড়ুন-KK-র মৃত্যুর পর কাঠগড়ায় রূপঙ্কর, গায়কের স্ত্রীকে খুনের হুমকি, পুলিসের দ্বারস্থ দম্পতি