রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুড়ে মহারাষ্ট্রের ১৬২ বিধায়ককে এক ছাদের নীচে আনতে চলেছে শিবসেনা
শিবসেনার দাবি, তাদের কাছে ৬৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। কংগ্রেসের ৪৪ ও এনসিপি-র ৫২ জন বিধায়ক রয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে চ্যালেঞ্জ ছুড়ে একই ছাদের নীচে ১৬২ জন বিধায়কে হাজির করানোর দাবি করল শিবসেনা। সোমবার বিকেলে একথা জানিয়ে টুইট করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
এদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুড়ে লেখেন, আমরা এককাট্টা। আসুন, মাননীয় রাজ্যপাল। দেখে যান আমাদের ১৬২ জন বিধায়ককে। সন্ধে সাতটায়। হোটেল হায়াতে।
We are all one and together , watch our 162 together for the first time at grand Hyatt at 7 pm , come and watch yourself @maha_governor pic.twitter.com/hUSS4KoS7B
— Sanjay Raut (@rautsanjay61) November 25, 2019
দেবেন্দ্র ফড়ণবিসের শপথ নেওয়ার ৩ দিন পর সোমবার রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করে মহারাষ্ট্রের বিরোধী জোট। শিবসেনা-কংগ্রেস ও এনসিপির এই জোটের নামকরণ হয়েছে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি। অজিত পাওয়ারের সমর্থনে বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস শপথ নিতেই নিজেদের বিধায়কদের বিভিন্ন হোটেলে সরিয়ে ফেলেছিল ৩ দল। সেখান থেকে হোটেল হায়াতে আনা হচ্ছে বিধায়কদের।
শিবসেনার দাবি, তাদের কাছে ৬৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। কংগ্রেসের ৪৪ ও এনসিপি-র ৫২ জন বিধায়ক রয়েছেন।
ওদিকে সুপ্রিম কোর্টেও পৌঁছেছে মহারাষ্ট্রের ক্ষমতার দড়িটানাটানি। মহারাষ্ট্রে সরকার গঠনকে অসাংবিধানিক ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা। মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটে সেই মামলার রায় দেবে আদালত।