কমনওয়েলথ দুর্নীতি, তল্লাশি অভিযানে সিবিআই
২০০১ এর কমনওয়েলথ গেমস-এ `সিন্থেটিক টার্ফ` নিয়ে আর্থিক দুর্নীতিতে আজ একযোগে চারটি এফআইআর দায়ের করল সিবিআই। বুধবার সকাল থেকে কলকাতা, দিল্লি, মুম্বই, কলকাতা, গাজিয়াবাদ সহ দেশের কুড়িটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Updated By: May 2, 2012, 12:33 PM IST
২০০১ এর কমনওয়েলথ গেমস-এ `সিন্থেটিক টার্ফ` নিয়ে আর্থিক দুর্নীতিতে আজ একযোগে চারটি এফআইআর দায়ের করল সিবিআই।
বুধবার সকাল থেকে কলকাতা, দিল্লি, মুম্বই, কলকাতা, গাজিয়াবাদ সহ দেশের কুড়িটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কমনওয়েল্থ গেমস এর আয়োজক কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে প্রায় ৪৫টি পৃথক অভিযোগ দায়ের করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির খোঁজে কমনওয়েলথ গেমসের কর্মকর্তাদের বাড়িতে চলছে তল্লাসি।