‘কারও দেশ ছিনিয়ে নেওয়া হবে না, মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে বলে রটাচ্ছে কংগ্রেস-নকশালরা’

পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের যন্ত্রণা নিয়ে মোদী বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপরে কী ধরনের অত্যাচার হয় তা গোটা বিশ্ব জানে

Updated By: Dec 22, 2019, 03:20 PM IST
‘কারও দেশ ছিনিয়ে নেওয়া হবে না, মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে বলে রটাচ্ছে কংগ্রেস-নকশালরা’

নিজস্ব প্রতিবেদন: দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব আইন তৈরি হয়নি।  রামলীলা ময়দানে বিরোধীদের ‘মিথ্যে প্রচার’কে জোরদার নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন, শহরের কিছু পড়াশোনা করা মানুষ ও  নকশালরা রটাচ্ছেন দেশের মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। কিন্তু যে কোনও একজনকে প্রশ্ন করুন কোথায় রয়েছে ডিটেনশন সেন্টার? বলবে, সবাই বলছে তাই শুনছি। এসব কংগ্রেস ও আরবান নকশালদের প্রচার। এসব প্রচারে বিশ্বাস করেই রাস্তায় নেমে সরকারি সম্পত্তি ধ্বংস করছে কিছু লোক।

আরও পড়ুন-মানি ব্যাগ বাঁচিয়ে দিল জীবন! বিক্ষোভ সামলে আসার পর উর্দি খুলে অবাক জওয়ান

 নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে মোদী বলেন, দেশের কোনও মানুষের জন্যই এই আইন নয়। তা সে হিন্দুই হোক বা মুসলমান। একথা সংসদে বলা হয়েছে। দেশের ১৩০ কোটি মানুষের জন্য নয়। দ্বিতীয়ত এনআরসি। কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল। আমরা তো বানাইনি। তাহলে আমাদের দোষ দেওয়া হচ্ছে কেন! বাচ্চাদের মতো করে বোঝানো হচ্ছে। আগে দেখুন এনআরসি নিয়ে কিছু হয়েছে কি! সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হচ্ছে। আমরা একটা কথাও বলিনি।

পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের যন্ত্রণা নিয়ে মোদী বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপরে কী ধরনের অত্যাচার হয় তা গোটা বিশ্ব জানে। সেখানে এখনও কোনও সংখ্যালঘু চায়ের দোকানে চা পান করলে চায়ের ভাঁড়ের দাম দিতে হয়। সেই ভাঁড়ও ঘরে নিয়ে যেতে হয়। এরা যখন এদেশে এসে তাঁদের কথা বলেন তাখন তাঁদের কথা শুনুন।

আরও পড়ুন-শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে

শরণার্থী ও অনুপ্রবেশকারী সম্পর্কে মোদী বলেন, যে মানুষটি পাকিস্তান থেকে আসছেন তিনি ভারতে এসে কোনও সরকারি দফতরে গিয়ে বলেন, আমি পাকিস্তান থেকে এসেছি। আমাকে সাহায্য করুন। কিন্তু এই কাজ কোনও অনুপ্রবেশকারী বলেন না। তিনি দেশের নিঃশব্দে জনগনের সঙ্গে মিশে যান। এখনও অন্য দেশ থেকে আসা ওইসব নিপীড়িত মানুষদের আশ্রয়ে দেওয়া উচিত কি উচিত নয়! আপনারাই বলুন। এদের আশ্রয় দেওয়া কথা বলেছিলেন খোদ মহাত্মা গান্ধী।  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এদের জন্য সুপারিশ করেন। তাহলে এই সরকার নাগরিকত্ব আইন এনে কী দোষ করেছে!

Tags:
.