স্কুলের শৌচালয়ে ছাত্রকে ছুরি মারার অভিযোগ ছাত্রীর বিরুদ্ধে

ছ'বছরের হৃতিক শর্মার দাবি, সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ অ্যাসেম্বলিতে যোগ দিতে যাচ্ছিল সে। আচমকাই, হাজির হয় সিনিয়র ওই ছাত্রী। এরপর তাকে দোতলার শৌচালয়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। ছুরি দিয়ে হৃতিকের বুক-পেট ও বাঁ চোখে আঘাত করা হয়। তারপর রক্তাক্ত হৃতিককে স্কুলের শৌচালয়েই বন্ধ করে রেখে চম্পট দেয় ওই ছাত্রী।

Updated By: Jan 18, 2018, 11:42 AM IST
স্কুলের শৌচালয়ে ছাত্রকে ছুরি মারার অভিযোগ ছাত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: দিল্লি রায়ান স্কুলের ছায়া এবার লখনউতে। প্রথম শ্রেণির ছাত্রকে স্কুলের শৌচালয়ে নিয়ে গিয়ে ছুরি মারার অভিযোগ উঠল উঁচু শ্রেণির ছাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি আলিগঞ্জের ব্রাইটল্যান্ড স্কুলের।

ছ'বছরের হৃতিক শর্মার দাবি, সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ অ্যাসেম্বলিতে যোগ দিতে যাচ্ছিল সে। আচমকাই, হাজির হয় সিনিয়র ওই ছাত্রী। এরপর তাকে দোতলা শৌচালয়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। ছুরি দিয়ে হৃতিকের বুক-পেট ও বাঁ চোখে আঘাত করা হয়। তারপর রক্তাক্ত হৃতিককে স্কুলের শৌচালয়েই বন্ধ করে রেখে চম্পট দেয় ওই ছাত্রী।

আরও পড়ুন- সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই

জানা যাচ্ছে, বেশকিছুক্ষণ বাথরুমেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল প্রথম শ্রেণির ওই ছাত্র। এর কিছুক্ষণ পরে স্কুলের 'ডিসিপ্লিন ইন চার্জ' রচিত মানস রাউন্ড দেওয়ার সময় হৃতিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় তার বাবা-মাকে। অতিরিক্ত পুলিস সুপার হরেন্দ্র কুমারের দাবি, হৃতিক মেয়েটিকে চিহ্নিত করলেও হামলার কথা অস্বীকার করে ওই ছাত্রী। হৃতিকের কাউন্সেলিং চলছে।

আরও পড়ুন- লোয়ার বার্থে বাড়তি ভাড়া, নতুন নিয়ম চালু করতে পারে রেল

.