সাহস থাকলে গ্রেফতার করুক, কর্ণাটক সরকারকে চ্যালেঞ্জ বিজেপি সাংসদের
উস্কানিমূলক টুইট করার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা করল কর্ণাটক সরকার।
নিজস্ব প্রতিবেদন: উস্কানিমূলক টুইট করার জন্য বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা করেছে কর্ণাটক সরকার। তবে তাতে দমছেন না শোভা করন্ডলাজে। তাঁর পাল্টা চ্যালেঞ্জ, ''হিম্মত থাকলে আমায় গ্রেফতার করুন।''
Honnavar Police registers FIR against Chikmagalur MP Shobha Karandlaje for her tweets about an incident, wherein she wrote 'jihadis tried to rape & murder a girl'. FIR registered u/s 153 & 505 of the IPC (Section 153 pertains to promoting enmity b/w groups) #Karnataka (File Pic) pic.twitter.com/SH9ayaPPIa
— ANI (@ANI) December 22, 2017
বিজেপি সাংসদের কথায়, ''সিদ্দারামাইয়া সরকারের সাহস থাকলে আমায় গ্রেফতার করুক। আমি জামিন নেব না। যা টুইট করেছি, সংবাদমাধ্যমে দেখেই করেছি। আমায় জেরা করুক পুলিস।'' তাঁর অভিযোগ, দোষীকে গ্রেফতারের বদলে নির্যাতিতার বিরুদ্ধেই মামলা করেছে পুলিস।
আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক, অসম জয়ের কারিগর দায়িত্বে
বৃহস্পতিবার বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা করে পুলিস। তিনি উস্কানমূলক টুইট করেছেন বলে অভিযোগ। উত্তর কর্ণাটকে হয়রানির হাত থেকে বাঁচতে আত্মহত্যার চেষ্টা করে এক কিশোরী। কর্ণাটক পুলিস জানায়, ওই ছাত্রী স্বীকার করেছেন, হয়রানির হাত থেকে বাঁচতে নিজেকেই নিজে আঘাত করেছে সে। ওই যুবক তাঁকে মারধর করেনি। ওই ঘটনার পর বিজেপি সাংসদ টুইট করেন, ''নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনে চেষ্টা করছে জিহাদিরা। কেন সরকার নীরব? কোথায় মুখ্যমন্ত্রী?'' এরপরই তাঁর বিরুদ্ধে মামলা করে কর্ণাটক সরকার।
Getting news that a school girl is attacked by unidentified people in Honnavara.Urge the police to maintain law & order,ensure safety of people
— Shobha Karandlaje (@ShobhaBJP) December 14, 2017
Jihadis tried to rape and murder a girl studying in 9th std near honnavar.Why is the govt silent about this incident?Arrest those who molested and injured this girl. Where are you CM @siddaramaiah?
— Shobha Karandlaje (@ShobhaBJP) December 14, 2017
CM @siddaramaiah's appeasement politics has turned Karnataka into a safe haven for Jihadi Goons.He is shamelessly pursuing his agenda of appeasement & dividing the society.
— Shobha Karandlaje (@ShobhaBJP) December 14, 2017
Is this your #KaamKiBaat CM @siddaramaiah??Hindus being killed & no action against the culprits.Jihadis are running rampage in Karnataka.
— Shobha Karandlaje (@ShobhaBJP) December 14, 2017
কংগ্রেসের দাবি, কর্ণাটকে আগামিবছর ভোট। তার আগে মেরুকরণের রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি। দিন কয়েক আগেই তারা গুজব রটিয়েছিল।