১১ বছর পর জেল থেকে মুক্ত বিহারের বাহুবলী নেতা শাহবুদ্দিন

১১ বছর পর জেলের বাইরে বিহারের বাহুবলী নেতা শাহবুদ্দিন। জেল ফেরত RJD নেতাকে ঘিরে রীতিমতো উত্সব শাহবুদ্দিনের হোম গ্রাউন্ড সিওয়ানে। ভাগলপুর জেলের বাইরেই হাজির ছিলেন হাজার খানেক সমর্থক। তারপর গাড়িতে রীতিমতো শোভাযাত্রা করে নিজের গ্রাম প্রতাপপুরে ফেরেন শাহাবুদ্দিন।

Updated By: Sep 11, 2016, 08:53 AM IST
১১ বছর পর জেল থেকে মুক্ত বিহারের বাহুবলী নেতা শাহবুদ্দিন

ওয়েব ডেস্ক : ১১ বছর পর জেলের বাইরে বিহারের বাহুবলী নেতা শাহবুদ্দিন। জেল ফেরত RJD নেতাকে ঘিরে রীতিমতো উত্সব শাহবুদ্দিনের হোম গ্রাউন্ড সিওয়ানে। ভাগলপুর জেলের বাইরেই হাজির ছিলেন হাজার খানেক সমর্থক। তারপর গাড়িতে রীতিমতো শোভাযাত্রা করে নিজের গ্রাম প্রতাপপুরে ফেরেন শাহাবুদ্দিন।

আরও পড়ুন- গেরুয়া শিবিরের দখলেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

সিওয়ানের প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে ৪০টির বেশি খুন, তোলাবাজি ও অপহরণের মামলা রয়েছে। সেই সঙ্গে এলাকায় ত্রাস সৃষ্টি করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে জেল থেকে বেরিয়েই লালু-নীতিশ জোট নিয়ে কটাক্ষের সুর আরজেডি নেতার গলায়। বললেন , নীনিশ মুখ্যমন্ত্রী হতেই পারেন, তবে লালুই তাঁর নেতা।

.