ভেঙে পড়ল স্টেজ, নির্বাচনী প্রচারে গিয়ে হাত ভাঙল JAP নেতা পাপ্পু যাদবের, দেখুন ভিডিয়ো

বিহার বিধানসভা নির্বাচনে প্রোগ্রেসিভ ডেমক্রেটিক অ্যালায়েন্স নামে একটি তৃতীয় ফ্রন্ট তৈরি হয়েছে।  তারই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পাপ্পু যাদব।

Updated By: Oct 31, 2020, 05:43 PM IST
ভেঙে পড়ল স্টেজ, নির্বাচনী প্রচারে গিয়ে হাত ভাঙল JAP নেতা পাপ্পু যাদবের, দেখুন ভিডিয়ো
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী প্রচারসভায় বিপত্তি। হাত ভাঙল জন অধিকার পার্টি(JAP) নেতা পাপ্পু যাদবের।

শনিবার বিহারের মিনাপুরে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব। তাঁর বক্তৃতার মধ্যেই আচমকা ভেঙে পড়ে মঞ্চ। নীচে পড়ে যান পাপ্পু। সঙ্গে সঙ্গে সমর্থকরা তাঁকে ধরে হাসপাতালে নিয়ে যান।  হাত ভেঙে গিয়েছে পাপ্পুর।

আরও পড়ুন-রেল, রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক- ১ নভেম্বর থেকে বদলাচ্ছে মধ্যবিত্তের জীবনযাত্রা, টান পকেটেও

ওই ঘটনা নিয়ে পাপ্পু যাদব টুইট করেছেন, মিনাপুরের সভায় জনসমুদ্র। প্রশাসনের গাফিলতির কারণে স্টেজ ভেঙে গিয়েছে। আমার ডান হাত ভেঙে গিয়েছে। তবে নির্বাচনী জনসভা চলবে। যে কোনও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ব।

আরও পড়ুন-শৈলশহরে তাপমাত্রা কমলেও ঊর্ধ্বমুখী রাজনৈতিক উত্তাপ

বিহার বিধানসভা নির্বাচনে প্রোগ্রেসিভ ডেমক্রেটিক অ্যালায়েন্স নামে একটি তৃতীয় ফ্রন্ট তৈরি হয়েছে।  তারই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পাপ্পু যাদব।  পাপ্পু এবার লড়াই করছেন মাধেপুরা আসন থেকে। ওই জেটে রয়েছে পাপ্পুর জেএপি, আজাদ সমাজ পার্টি, বহুজন মুক্তি পার্টি ও সোশ্যাল ডেমেক্রেটিক পার্টি।

.