Abhishek Banerjee: বাংলা ফের বঞ্চিত! কেন চুপ বাংলার বিজেপি সাংসদরা? মন্তব্য অভিষেকের...

Abhishek Banerjee: তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ সাংসদ। তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এটার পরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদও করবে না।

Updated By: Feb 1, 2025, 03:23 PM IST
Abhishek Banerjee: বাংলা ফের বঞ্চিত! কেন চুপ বাংলার বিজেপি সাংসদরা? মন্তব্য অভিষেকের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট পেশ হওয়া মাত্রই ক্ষোভে ফুঁসে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিয়ে অভিষেক বলেন, বঞ্চনার খেলা চলছেই। বাংলা এত সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তারপরেও কিছু দিতে পারেনি।

শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে অভিষেক জানিয়েছিলেন, বাজেট নিয়ে তাঁর কোনও আশা নেই। শনিবার বাজেট পেশ হওয়ার পর আরও একবার কেন্দ্রের উপর ক্ষোভ ঝরে পড়ল অভিষেকের। তিনি জানান, ‘বাংলা থেকে যখন ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ সাংসদ। তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এটার পরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। এ বছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না। এটা দেশের বাজেট নয়, বিহারের বাজেট!’

আরও পড়ুন:  মধ্যবিত্তের কপালে ভাঁজ? জেনে নিন, কোন কোন জিনিসের দাম এবার চলে যেতে পারে ধরাছোঁয়ার বাইরে...

একই সঙ্গে অভিষেক আরও জানান, 'মোদী সরকার যতদিন ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, তাই এবার বিহারের দিকে মন দিয়েছে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.