ফের হাসপাতালে অটল বিহারী বাজপেয়ী
২০১৫ সালে ওডিশার বালেশ্বরে বাজপেয়ীর মৃত্যুর গুজবে বিশ্বাস করে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক।
নিজস্ব প্রতিবেদন : হাসপাতালে ভর্তি হলেন অটল বিহারী বাজপেয়ী। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পরিবারের তরফে জানানো হয়েছে, নিয়ম মাফিক চেকআপের জন্যই দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন বাজপেয়ী। বেশ কিছুদিন ধরে জরায় আক্রান্ত অটল বিহারী বাজপেয়ী। স্মৃতি হারানোয় ইদানিং পরিজনদেরও চিনতে পারেন না তিনি। বর্তমানে হুইলচেয়ারেই দিন কাটে তাঁর।
Former Prime Minister Atal Bihari Vajpayee admitted to All India Institutes of Medical Sciences (AIIMS). He has been admitted for routine check-up and investigations. He will be under the supervision of Dr. Randeep Guleria, Director, AIIMS. https://t.co/SxB7d9Tp3b
— ANI (@ANI) June 11, 2018
প্রসঙ্গত, চলতি বছর মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় বাজপেয়ীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যায়। পরে জানা যায়, গোটা খবরটিই ভুয়ো।
এটাই প্রথমবার নয়। ২০১৫ সালে ওডিশার বালেশ্বরে বাজপেয়ীর মৃত্যুর গুজবে বিশ্বাস করে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। পরে সেই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছিল।