Car Accident | Haryana: বিয়েবাড়ি থেকে আর ফেরা হল না, খালে গাড়ি পড়ে গিয়ে মৃত ৬, নিখোঁজ অনেকে

Car Accident | Haryana: ক্যানেলের জল কম করে তল্লাশি চলানো হচ্ছে। এরকম দুর্ঘটনা এড়াতে খালের পাড়ে দেওয়া হচ্ছে ব্যারিকেড

Updated By: Feb 2, 2025, 04:35 PM IST
Car Accident | Haryana: বিয়েবাড়ি থেকে আর ফেরা হল না, খালে গাড়ি পড়ে গিয়ে মৃত ৬, নিখোঁজ অনেকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ভরা খালে ঝাঁপ দিল যাত্রী বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত ১ শিশু ও কিশোরী-সহ  ৬ জন।  কোনওক্রমে প্রাণে বেঁচেছেন ২ জন। আর জলের তোড়ে ভেসে গিয়েছেন অন্তত ৬ জন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্পিড বোট। শুক্রবার রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে হরিয়ানার ফতেহবাদে।

আরও পড়ুন-মর্মান্তিক দুর্ঘটনা! বানতলায় নিকাশি নালাতে নেমে ঘটল বিপত্তি! মৃত ৩ শ্রমিক...

ফতেহবাদের ডিএম জগদীশ চন্দ্র সংবাদমাধ্য়মে জানিয়েছেন, শুক্রবার রাতে পঞ্জাবের ফাজিলকায় একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১৪ জন। পথে ফতেহবাদে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভরা ক্যানালে পড়ে যায়। গাড়ি থেকে বের হতে না পেরে মৃত্যু হয়ে ৬ জনের। ২ জন কোনও ক্রমে সাঁতরে পাড়ে ওঠেন। ৬ জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না।

জেলাশাসক আরও বলেন, ওই দিন রাতেই ৩টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্য়ে একজন মারা গিয়েছেন। ২ জন বেঁচে আছেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের চিহ্নিতও করা গিয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ তল্লাশি তল্লাশি চালিয়া যাচ্ছে। ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে দেড় বছরের একটি বাচ্চা ও ১০ বছরের এক শিশুও রয়েছে।

উদ্ধরা কাজের জন্য ক্যানালের জল কম করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেচ দফতর ক্যানালের জল কম করে দিয়েছেন। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ক্যানালের পাড়ে ব্যারিকেড দেওয়ার হবে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.