ত্রিপুরায় প্রবলভাবে উঠে আসছে বিজেপি, পিছিয়ে পড়ল সিপিএম

উত্তর-পূর্বের ৩ রাজ্যে চলছে ভোটগণনা। 

Updated By: Mar 3, 2018, 10:32 AM IST
ত্রিপুরায় প্রবলভাবে উঠে আসছে বিজেপি, পিছিয়ে পড়ল সিপিএম

নিজস্ব প্রতিবেদন: ২৫ বছর ধরে ত্রিপুরার ক্ষমতায় সিপিএম। সেই ত্রিপুরাতেই এবার শাসক দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিজেপি। সকাল থেকেই দোদল্যুমান আসন সংখ্যা। এখনও পর্যন্ত ত্রিপুরার ছবি স্পষ্ট হয়নি। ভোটগণনা চলছে। শূন্য থেকে উঠে এসে সিপিএমকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সহজ কথা নয়। সেটা ত্রিপুরায় করে দেখিয়েছে গেরুয়া শিবির। ৩৬টি আসনে এগিয়ে গেল বিজেপি। ২৩টি আসনে এগিয়ে সিপিএম।

টি-২০ ক্রিকেটের মতোই রুদ্ধশ্বাস লড়াই চলছে ত্রিপুরায়। স্লগওভারে যে বাজিমাত করবে, ক্ষমতায় আসবে তারাই। আর কিছুক্ষণ পরই জনাদেশ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

মেঘালয়ে ২১টি আসনে এগিয়ে কংগ্রেস। উত্তর-পূর্বে বিজেপির শরিক এনপিপি এগিয়ে ১৫টি আসনে। ৫টি আসন এগিয়ে বিজেপি।

নাগাল্যান্ডে এনপিএফ ৩১টি আসনে এগিয়ে গেল। ২৫টি আসনে এগিয়ে বিজেপি জোট।   

      

                 

.