শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার কিনছে ভারতীয় সেনা

Updated By: Aug 17, 2017, 09:21 PM IST
শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার কিনছে ভারতীয় সেনা

ওয়েব ডেস্ক: ভারতীয় সেনাকে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার ছাড়পত্র দিল ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল।। এএইচ-৬৪ই অ্যাপাচে অত্যাধুনিক কমব্যাট হেলিকপ্টার। খরচ পড়বে ৪,১৬৮ কোটি টাকা। এর সঙ্গেই আসবে হামলা চালানোর অস্ত্রও। 

দীর্ঘদিন ধরেই অ্যাটাক হেলিকপ্টারের দাবি জানিয়ে আসছিল সেনা। বর্তমানে রাশিয়ান এমআই-২৫ এবং এমআই-৩৫ কপ্টার রয়েছে বায়ুসেনার। এএইচ-৬৪ই হেলিকপ্টারে বৈশিষ্ট্য দেখে নেব একনজরে- 

  • রয়েছে চারটি ব্লেড
  • ককপিটে দুজন বসতে পারেন
  • লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম
  • কমব্যাটে অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারে
  • যেকোনও আবহাওয়াতেই কপ্টারটি উড়তে পারে
  • এমনকি রাতেও অভি‌যান চালাতে দক্ষ

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি হেলিকপ্টার কেনার চুক্তিতে অনুমোদন দিয়েছিল। ২০১৩ সালে মার্কিন বিমান সংস্থা বোয়িংয়ের কাছ থেকে ২২টি অ্যাপাচে ও ১৫টি চিনুক কেনার সুপারিশ করা হয়েছিল।   

আরও পড়ুন, লাদাখে কেবল মানবপ্রাচীর গড়েই চিনা আগ্রাসন রুখে দিল ভারতীয় সেনা, চলল তুমুল ইটবৃষ্টি

.