শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ করায় উর্দু কবির মুখে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা

সংবাদসংস্থা এএনআইকে হাসিম বলেন, “এক ব্যক্তি আমার কাছে এসে জানায় তাঁর মেয়েদেরকে প্রতি দিন শ্লীলতাহানির চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। ফোনেও অশ্লীল প্রস্তাব দেওয়া হচ্ছে। পুলিসের কাছে যেতে ভয় পাচ্ছিলেন তিনি।” 

Updated By: Oct 21, 2018, 07:28 PM IST
শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ করায় উর্দু কবির মুখে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদ করায় উর্দু কবির মুখে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা। তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের যৌন নির্যাতন করার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তাই, এ ভাবে মাসুল গুনতে হল হাসিম ফিরোজ়াবাদি নামে ওই কবিকে। ঘটনাটি ঘটেছে শনিবার ফিরোজ়াবাদে।

সংবাদসংস্থা এএনআইকে হাসিম বলেন, “এক ব্যক্তি আমার কাছে এসে জানায় তাঁর মেয়েদেরকে প্রতি দিন শ্লীলতাহানির চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। ফোনেও অশ্লীল প্রস্তাব দেওয়া হচ্ছে। পুলিসের কাছে যেতে ভয় পাচ্ছিলেন তিনি।” কবি দাবি করেন, তাঁকে দুষ্কৃতীদের সঙ্গে আলোচনা করার কথা বলেন ওই ব্যক্তি। তাঁর প্রস্তাব অনুযায়ী, অভিযুক্তদের সঙ্গ আলোচনায় বসেন তিনি। কিন্তু কোনও কথা না শুনেই তাঁর মুখে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ।

আরও পড়ুন- নিজস্বীর নেশায় পুলিসের অনুরোধ উপেক্ষা ফড়ণবীসের স্ত্রীর, দেখুন ভিডিও

পুলিসে অভিযোগ দায়ের করেন হাসিম। পুলিস জানিয়েছে, কবিকে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস।

.