বর্ষসেরা শব্দ হয়ে অক্সফোর্ড অভিধানে 'ভেপ'

২০১৪ সালের জনপ্রিয় শব্দ হিসাবে অক্সপোর্ড অভিধানে জায়গা করে নিল 'ভেপ'(‘vape’)। ভাপে শব্দটির মানে হল ই সিগারেট থেকে বের হওয়া ধোঁয়া। সিগারেট ছেড়ে বিশ্ব এখন ক্রমশ ঝুঁকছে ই সিগারেটের দিকে। কিন্তু ই সিগারেট স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আর তাই ই সিগারেট, ধুমপান ছেড়ে দেওয়ার জন্য এই ভাপে শব্দটি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। গত বছরের তুলনায় এই শব্দটি  আর এতেই এই ভাপে একেবারে বর্ষসেরার খেতাব জিতে নিল। এবার থেকে অক্সফোর্ড অভিধান খুঁজলে পাওয়া যাবে ভাপেকেও। গতবার যেমন বর্ষসেরা শব্দ হয়ে এই অভিধানে জায়গা করে নিয়েছিল সেলফি।  

Updated By: Nov 18, 2014, 05:38 PM IST
বর্ষসেরা শব্দ হয়ে অক্সফোর্ড অভিধানে 'ভেপ'

ওয়েব ডেস্ক: ২০১৪ সালের জনপ্রিয় শব্দ হিসাবে অক্সপোর্ড অভিধানে জায়গা করে নিল 'ভেপ(‘vape’)। ভেপ শব্দটির মানে হল ই সিগারেট থেকে বের হওয়া ধোঁয়া। সিগারেট ছেড়ে বিশ্ব এখন ক্রমশ ঝুঁকছে ই সিগারেটের দিকে। কিন্তু ই সিগারেট স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আর তাই ই সিগারেট, ধুমপান ছেড়ে দেওয়ার জন্য এই ভেপ শব্দটি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। গত বছরের তুলনায় এই শব্দটি  আর এতেই এই ভেপ একেবারে বর্ষসেরার খেতাব জিতে নিল। এবার থেকে অক্সফোর্ড অভিধান খুঁজলে পাওয়া যাবে ভেপকেও। গতবার যেমন বর্ষসেরা শব্দ হয়ে এই অভিধানে জায়গা করে নিয়েছিল সেলফি।  

ভেপর মতই অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিয়েছে ইন্টারনেট বিশ্বে জনপ্রিয় শব্দ বায়ে ('bae') ও স্কটল্যান্ডের স্বাধীনতা ভোট নিয়ে তৈরি হওয়া শব্দ ইনডাইরেফ (‘indyref’)। পাশাপাশি ই রিডারের মাধ্যমে পে করা বোঝাতে কনটাক্টলেস (‘contactless’) , ভাল কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করা বোঝাতে স্ল্যাকটিভিসম (‘slacktivism’) শব্দগুলিও অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিয়েছে।

ভাপে শব্দটি প্রথমবার ব্যবহার করেন লেখক রোব স্টেপনি। ১৯৮৩ সালে তাঁর লেখা বইতে মানুষ কেন ধুমপান করে, এবং ধুমপানের বিকল্প কোনও যন্ত্রের কথা বলতে ওই শব্দটি ব্যবহার করেন।

যে শব্দগুলি অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিল--

‘vape’--Meaning to puff on the vapour from an electronic cigarette, the word has soared in popularity this year as smokers try to quit tobacco.

'Bae'--- which is used as a term of endearment for a romantic partner and is popular on social media and hip-hop and R&B music, was shortlisted for the title

 'Indyref'- used to describe the poll on Scottish independence.

‘Normcore’- a trend in which ordinary, unfashionable clothing is worn as a deliberate fashion statement.

 ‘Contactless’- meaning to pay via an electronic reader

‘slacktivism’- meaning actions performed on the internet in support of a noble cause, but requiring little effort.

 

.