আমি বাংলায় মাকে ডাকি

Updated By: Feb 21, 2016, 03:07 PM IST
আমি বাংলায় মাকে ডাকি

স্বরূপ দত্ত

১) আমি বাংলায় মাকে ডাকি।
২) আমি বাংলায় ভাবি।
৩) আমি বাংলায় কথা বলি।
৪) আমি বাংলায় শুনি।
৫) আমি বাংলায় ভালোবেসে বলি, আমি তোমায় ভালোবাসি।
৬) আমি বাংলায় স্নেহ মাখিয়ে বলি, তুই বড় ভালো।
৭) আমি বাংলায় সম্মান জানিয়ে বলি, আপনি পূজনীয়।
৮) আমি পছন্দের মানুষের সঙ্গে বাংলা মেশা মিশি।
৯) আমি অপছন্দের মানুষকে বাংলায় এড়িয়ে চলি।
১০) আমি বাংলায় গান গাই।
১১) আমি বাংলায় নেশা করি, বাংলা খাই।
১২) আমি বাংলায় খিস্তি মারি।
১৩) আমি যৌন সঙ্গমে বাংলা বলি।
১৪) আমি প্রিয় নারীর শীত্‌কার বাংলায় শুনি।
১৫) আমি বাংলায় পড়ি। অনুভব করি।
১৬) আমি বাংলায় অন্যকে পড়াই, বোঝাই।
১৭) আমি বাংলায় লড়াই বিপ্লব করি।
১৮) আমি সহজ সরল বাংলা মানুষ হতে চাই।
১৯) আমি বাংলায় শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাই।
২০) আমি বাংলা বাঁচা বাঁচি।
২১) আমি মরে গেলে আমার আত্মাও বাংলায় অনুভব করবে, এটা আমার বাংলা বিশ্বাস।

.