ভিডিয়ো: দেশ ছাড়িয়ে বিদেশ, এনআরএসে হামলার নিন্দা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

হাসপাতালে হিংসা কাম্য নয়, জানাল world medical association। 

Updated By: Jun 13, 2019, 10:46 PM IST
ভিডিয়ো: দেশ ছাড়িয়ে বিদেশ, এনআরএসে হামলার নিন্দা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদন: কলকাতার নীলরতন হাসপাতালে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের ঘটনার রেশ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপরে হামলার নিন্দায় সরব হল  World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন। 

টোকিওয় বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভা থেকে পশ্চিমবঙ্গের এনআরএসের হামলার ঘটনার নিন্দা করলেন প্রেসিডেন্ট ইলেক্ট ও সাধারণ সম্পাদক। WMI সভাপতি বলেন,'স্বাস্থ্য ক্ষেত্রে হিংসার প্রবণতা রয়েছে বিশ্বজুড়ে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। ভারতে সম্প্রতি যা ঘটেছে, তা কাম্য নয়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে সমর্থন করছি'। সাধারণ সম্পাদকের কথায়,'স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে হিংসা প্রত্যাশিত নয়। এতে সুচিকিত্সা মেলে না। হাসপাতালকে হিংসামুক্ত করতে হবে। সবরকম নিরাপত্তা নিশ্চিত করা দরকার। হাসপাতালে কোনওরকম হিংসা কাম্য নয়'। 

.