WB Assembly Election 2021: প্রথম দফার সব বুথ স্পর্শকাতর, জানাল কমিশন; থাকছে পর্যাপ্ত বাহিনী

প্রথম দফায় (West Bengal Election 2021) ৩০টি আসনে ভোটগ্রহণ। 

Updated By: Mar 8, 2021, 07:49 PM IST
WB Assembly Election 2021: প্রথম দফার সব বুথ স্পর্শকাতর, জানাল কমিশন; থাকছে পর্যাপ্ত বাহিনী
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম দফার (West Bengal Election 2021) ভোটগ্রহণ ২৭ মার্চ। ৩০টি আসনে হবে নির্বাচন। প্রথম দফার সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। পাঠানো হচ্ছে পর্যাপ্ত বাহিনীও। 

প্রথম দফার ভোটগ্রহণ (West Bengal Election 2021) হতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর (প্রথম ভাগ) ও পশ্চিম মেদিনীপুরের (প্রথম ভাগ) ৩০টি আসনে। এই দফার সব বুথকেই স্পর্শকাতর বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। সে কারণে পাঠানো হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। ঠিক হয়েছে, রাজ্যে আসবে ৪৯৫ কোম্পানি বাহিনী। বাহিনী আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কমিশন।

অন্যদিকে, যে সরকারি কর্মীরা পোলিং অফিসার হিসেবে কাজ করবেন, অথচ প্রশিক্ষণে অংশ নেননি, তাঁদের শোকজ করল নির্বাচন কমিশন। আগামী প্রশিক্ষণপর্বে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। 

এ দিন নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বিজেপির (BJP) প্রতিনিধিরা অভিযোগ করেন, পোস্টাল ব্যালটের অপপ্রয়োগ করতে পারে তৃণমূল। তাদের বক্তব্য, প্রশাসনের মদতে বেহালা বারাসত, বসিরহাট মথুরাপুর-বন্দর সহ একাধিক কেন্দ্রের সব পোস্টাল ব্যালট এক জায়গায় করে ভোট দেওয়া হতে পারে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা পোস্টার ব্যালটে ভোট দিতে পারবেন। বিশেষভাবে সক্ষমরাও সেই সুযোগ পাবেন। 

আরও পড়ুন- WB assembly election 2021 : স্ত্রী TMC প্রার্থী, স্বামীকে পুলিস সুপার পদ থেকে সরাচ্ছে কমিশন

.