সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের

সারদাসহ সব অন্যান্য সমস্ত চিটফান্ড সংস্থার প্রতারণার তদন্ত দ্রুত শেষ করতে হবে। এই দাবিতে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখান চিটফান্ডের প্রতারিত আমানতকারীরা। এদিন হাডকো মোড় থেকে প্রায় হাজার দেড়েক আমানতকারী মিছিল করে যান সিজিও কমপ্লেক্সের সামনে। আমানতকারীদের পাশে দাঁড়িয়েছে বাম গণ সংগঠন, সিপিএমও। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বাম ট্রেড ইউনিয়নও। বিক্ষোভে হাজির ছিলেন অনাদি সাহু ও সুজন চক্রবর্তী। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দুটি প্রতিনিধি দল দেখা করেছেন সিবিআই ও ইডি আধিকারিকদের সঙ্গে। সেখানে চিটফান্ডকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

Updated By: Feb 11, 2016, 06:14 PM IST
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের

ওয়েব ডেস্ক: সারদাসহ সব অন্যান্য সমস্ত চিটফান্ড সংস্থার প্রতারণার তদন্ত দ্রুত শেষ করতে হবে। এই দাবিতে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখান চিটফান্ডের প্রতারিত আমানতকারীরা। এদিন হাডকো মোড় থেকে প্রায় হাজার দেড়েক আমানতকারী মিছিল করে যান সিজিও কমপ্লেক্সের সামনে। আমানতকারীদের পাশে দাঁড়িয়েছে বাম গণ সংগঠন, সিপিএমও। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বাম ট্রেড ইউনিয়নও। বিক্ষোভে হাজির ছিলেন অনাদি সাহু ও সুজন চক্রবর্তী। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দুটি প্রতিনিধি দল দেখা করেছেন সিবিআই ও ইডি আধিকারিকদের সঙ্গে। সেখানে চিটফান্ডকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

.