ই-মেল হ্যাক করে ২৫ লাখ টাকা গায়েব, ধৃত ২

ই-মেল হ্যাক করে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ কলকাতার চেতলা থেকে দুই হ্যাকারকে গ্রেফতার করল মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত দুজনেই একবালপুর এলাকার বাসিন্দা। নাম জাহিদ আকবর ও শেখ সাবির।

Updated By: Jun 8, 2016, 07:02 PM IST
ই-মেল হ্যাক করে ২৫ লাখ টাকা গায়েব, ধৃত ২

ওয়েব ডেস্ক : ই-মেল হ্যাক করে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ কলকাতার চেতলা থেকে দুই হ্যাকারকে গ্রেফতার করল মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত দুজনেই একবালপুর এলাকার বাসিন্দা। নাম জাহিদ আকবর ও শেখ সাবির।

দিন কয়েক আগে মধুসূদন দাগা নামে এক ব্যবসায়ী মুম্বই পুলিসের কাছে অভিযোগ করেন, প্রথমে তাঁর ই-মেল হ্যাক করা হয়। এরপর ই-মেল করা হয় তাঁর ব্যাঙ্কে। ই-মেলের নির্দেশমত ব্যাঙ্ক দু'দফায় পঁচিশ লক্ষ টাকা দেয় জনৈক সীতা দাসকে।

তদন্তে নেমে মুম্বই পুলিসে জানতে পারে সীতা দাস নামের অ্যাকাউন্ট ভুয়ো। মুম্বই পুলিস জানতে পারে জাহিদ ও সাবির এই প্রতারণা কাণ্ডে জড়িত। ওই দুজনেরই সিসিটিভি ফুটেজ মুম্বই পুলিসের কাছে ছিল।

মোবাইল ট্র্যাক করে এরপর চেতলার একটি ATM থেকে টাকা তোলার সময় ওই দুজনকে গ্রেফতার করে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।

.