Laxmi Ratan Shukla এর ফেসবুক-টুইটার হ্যাকড্, পুলিসের দ্বারস্থ প্রাক্তন ক্রিকেটার

''পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে''

Updated By: Apr 26, 2021, 02:26 PM IST
Laxmi Ratan Shukla এর ফেসবুক-টুইটার হ্যাকড্, পুলিসের দ্বারস্থ প্রাক্তন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: এবার লক্ষী রতন শুক্লার (Laxmi Ratan Shukla) টুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ উঠল। এ নিয়ে ইতিমধ্যেই পুলিসের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে কিছুতেই নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না লক্ষী রতন। বারবার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল। তাঁর দাবি, অ্যাকাউন্টে দেওয়া রিকভারি মেলটিও তাঁর নয় এবং তিনি এটা পরিচালনা করছেন না। গোটা বিষয়টি ইতিমধ্যেই কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: West Bengal Election 2021: Uber-এ ভোটকেন্দ্রে পৌঁছোবেন কলকাতার বয়স্ক ভোটাররা, ব্যবস্থা কমিশনের

এক ভিডিও বার্তায় লক্ষী রতন শুক্লা জানান তাঁর টুইটার অ্যাকাউন্টটি সম্ভবত পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে। অ্যাকাউন্টের নাম ও ছবি পরিবর্তন হয়ে গিয়েছে সৈয়দ তৌসিফ নকভি এই নামে। সকল অনুগামীদের উদ্দেশে লক্ষী রতনের বার্তা, 'আমার টুইটার ও ফেসবুক হ্যাক হয়েছে। দয়া করে টুইটার ও ফেসবুকে কেউ কোনো রিপ্লাই দেবেন না এবং রিপোর্ট করবেন।' তিনি আরও বলেন, 'পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দয়া করে মাস্ক পরুন।' 

.