TMC: 'মহিলাদের সাথে মহিলাদের পাশে', প্রচারে এবার তৃণমূলের বই...
TMC: আপাতত রাজ্যে কোনও ভোট নেই। তবে একুশের বিধানসভাই হোক কিংবা চব্বিশের লোকসভা, প্রতিটি ভোটেই তৃণমূলে বিপুল জয়ের নেপথ্যে ছিল মহিলা ভোট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও ১ বছর দেরি। ছাব্বিশে বিধানসভা ভোটে মহিলাদের ভোটে বাড়তি নজর তৃণমূলের। সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে এবার প্রকাশ করা হচ্ছে বই।
নাম, 'দিদি'। নিচে লেখা, 'মহিলাদের সাথে মহিলাদের পাশে'। মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য কী কী করছেন? স্রেফ বিভিন্ন প্রকল্পের নামই নয়, কতজন সেই প্রকল্পগুলি সুবিধা পাচ্ছেন, সে সংক্রান্ত তথ্যও থাকবে বইতে। তৃণমূল মহিলা কংগ্রেসে তৈরি করা হল এই বই। কেন? লক্ষ্য একটাই, দলের মহিলা কর্মীদের সুস্পষ্ট ধারণা থাকে থাকে। সঙ্গে তথ্যও।
আরও পড়ুন: R G Kar: 'সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাই না', হাইকোর্টে বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের...
গত বছর লোকসভা ভোট হয়ে গিয়েছে গতবছর। এমনকী, লোকসভা ভোটের ফলে উপনির্বাচনও মিটেছে। আপাতত রাজ্যে কোনও ভোট নেই। তবে একুশের বিধানসভাই হোক কিংবা চব্বিশের লোকসভা, প্রতিটি ভোটেই তৃণমূলে বিপুল জয়ের নেপথ্যে ছিল মহিলা ভোট। আবার আরজি কর কাণ্ডে সেই মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছিল। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়েছিল সরকার। এই পরিস্থিতিতে তৃণমূলের এই বই অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেঅ মনে করছে রাজনৈতিক মহিলা।
এদিকে আরজি কর আবহে আত্মপ্রকাশ করল চিকিত্সকদের নয়া সংগঠন। নাম, প্রোগ্রেসিভ হেলথ অ্য়াসোসিয়েশন। সভাপতি পদে থাকছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সূত্রের খবর, এই সংগঠন তৈরিতে প্রশাসনের সর্বোচ্চ অনুমোদন মিলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)