Speaker Rebukes Suvendu Adhikari: 'গন্ডগোল করার জায়গা নয়,' বিধানসভায় শুভেন্দুকে তীব্র ভর্ৎসনা স্পিকারের
"আপনি হাউজে উপস্থিত থেকেও, আইনের পথে না গিয়ে প্রতিদিন গন্ডগোল, বিক্ষোভ, অশান্তি করেছেন।"
নিজস্ব প্রতিবেদন : 'বিধানসভা শুধু গন্ডগোল করার জন্য নয়। আপনারা অধিবেশন চলতে দিচ্ছেন না।' বিধানসভায় (WB Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র ভর্ৎসনা স্পিকারের।
আজ এই পর্বের বিধানসভা (WB Assembly) অধিবেশনের শেষ দিন। অধিবেশন শুরু হতেই বক্তব্য রাখতে ওঠেন বিরোধী দলনেতা। পানিহাটি, ঝালদা থেকে রামপুরহাট কাণ্ড নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তোপ দাগেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভা অন্তত ২ ঘণ্টা আলোচনা হওয়া উচিত ছিল। কিন্ত তা হয়নি। লোকসভা বা বিধনসভা চললে সরকারের তরফে বলা উচিত। কিন্তু সরকার বিধানসভাকে (WB Assembly) এড়িয়ে যাচ্ছে।"
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথা শেষ হতে না হতেই, কার্যত তাঁকে মাঝপথে থামিয়ে স্পিকার বলে ওঠেন, "আপনাদের নির্দিষ্ট সময় ছিল। সেইসময় আপনি ১৮৫ দিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু আপনি কোনওদিন তা করেননি। আপনি হাউজে এসেও কথা বলেননি। আপনি হাউজে উপস্থিত থেকেও, আইনের পথে না গিয়ে প্রতিদিন গন্ডগোল, বিক্ষোভ, অশান্তি করেছেন।"
এরপরই স্পিকার কড়া ভাষায় তিরস্কার করেন, "আপনারা অধিবেশন চলতে দেননি। বিধানসভা শুধু গন্ডগোল করার জায়গা নয়।" স্পিকারের এই মন্তব্য শেষ হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন,
Suvendu on Rampurhat Arson: অনুব্রতকে তুললেই সবকিছু বেরিয়ে পড়বে, বগটুইকাণ্ডে সরব শুভেন্দু
CBI In Rampurhat Massacre: বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বলছেন বিরোধীরা