সন্তোষ `ভয়ঙ্কর দুষ্কৃতী`! যুক্তি `হাস্যকর`, মন্তব্য হাইকোর্টের

সন্তোষ সাহানি `ভয়ঙ্কর দুষ্কৃতী`। সেই কারণেই হাসপাতালে শিকল বন্দি রাখা হয় তাঁকে। উত্তরবঙ্গে আইন অমান্য করায় ছাত্র নেতাকে হাসপাতালে বন্দি রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র মন্তব্য করেন, কোর্টে সব `হাস্যকর যুক্তি` হাজির রয়েছে সরকার।

Updated By: Jul 25, 2013, 01:39 PM IST

সন্তোষ সাহানি `ভয়ঙ্কর দুষ্কৃতী`। সেই কারণেই হাসপাতালে শিকল বন্দি রাখা হয় তাঁকে। উত্তরবঙ্গে আইন অমান্য করায় ছাত্র নেতাকে হাসপাতালে বন্দি রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র মন্তব্য করেন, কোর্টে সব `হাস্যকর যুক্তি` হাজির রয়েছে সরকার।
আইন অমান্য আন্দোলনে আংশিক গ্রেফতার হন সন্তোষ সাহানিকে। জেল হেফাজতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছাত্রনেতাকে শিকল বন্দি রাখা হয়। এই ঘটনাকে `মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ` বললেন বিচারপতি। সেইসঙ্গে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। ১০ এপ্রিল গ্রেফতার হন সন্তোষ সাহানি, ১৮ এপ্রিল জামিন পান তিনি।

.