টেট দুর্নীতির প্রতিবাদে পথে নামল সেভ এডুকেশন কমিটি

চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনে পর্দা ফাঁস টেট দুর্নীতির। প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যের নানা প্রান্তে। দাবি উঠেছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির। টেট কেলঙ্কারিতে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর। উঠেছে স্বজন পোষণের অভিযোগ।

Updated By: Feb 7, 2014, 11:14 PM IST

চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনে পর্দা ফাঁস টেট দুর্নীতির। প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যের নানা প্রান্তে। দাবি উঠেছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির। টেট কেলঙ্কারিতে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর। উঠেছে স্বজন পোষণের অভিযোগ।

প্রাথমিকে টেট কেলেঙ্কারির প্রতিবাদে শুক্রবার পথে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহারসহ বুদ্ধিজীবীরা। মিছিল থেকে টেট দুর্নীতির সিবিআই তদন্তের দাবি ওঠে। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন টেট পরীক্ষার্থীরা। মিছিলের পরে রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা হয়।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মিছিল করল সেভ এডুকেশন কমিটি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ধর্মতলায়। প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহারসহ বুদ্ধিজীবীরা।

.