বেতন বিভ্রান্তি : ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বিভ্রান্তির জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে কোনও কোনও ইউনিয়ন।

Updated By: Oct 1, 2011, 03:23 PM IST

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বিভ্রান্তির জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে কোনও কোনও ইউনিয়ন। রাজ্য সরকার সময়মতই বেতনের টাকা জমা দিয়েছে বলেও আজ জানান মুখ্যমন্ত্রী। আজ এসবিআই-এর স্যাটেলাইট লিঙ্ক কাজ করছে না, তাই টাকা পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেজন্য ব্যাঙ্ক কর্তপক্ষের কাছে
ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

.