চতুর্থীতেই প্রবল ভিড়; যানজট সামলাতে হিমশিম পুলিসের
হাজার হাতের ধাক্কায় বেসামাল দক্ষিণ কলকাতার রাজপথ। দেশপ্রিয় পার্কে উপচে পড়া ভিড়। আর তাঁর জেরেই রাসবিহারী অ্যাভিনিউতে প্রবল যানজট। শরত্ বোস রোডে দক্ষিণগামী যান চলাচল কার্যত স্তব্ধ। একই হাল পুরো গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক এলাকায়।
ওয়েব ডেস্ক : হাজার হাতের ধাক্কায় বেসামাল দক্ষিণ কলকাতার রাজপথ। দেশপ্রিয় পার্কে উপচে পড়া ভিড়। আর তাঁর জেরেই রাসবিহারী অ্যাভিনিউতে প্রবল যানজট। শরত্ বোস রোডে দক্ষিণগামী যান চলাচল কার্যত স্তব্ধ। একই হাল পুরো গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক এলাকায়।
আরও পড়ুন- পুজোর চারদিনই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!
মা ফ্লাইওভারে পার্ক সার্কাসের দিকের অংশে প্রবল গাড়ির চাপ। ফলে মন্থর গতিতে গাড়ি চলছে আমির আলি অ্যাভিনিউতে। যার প্রভাব পড়ছে গড়িয়াহাটের উপর। আর এই ভিড়ের চাপ সামাল দিতে নাজেহাল পুলিস। দেশপ্রিয় পার্ক পরিদর্শনে গেছেন নগরপাল রাজীব কুমার। এদিকে ভিড়ের মাঝে আটকে পড়ে রীতিমতো বিরক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পুলিস পরিস্থিতি নিয়ে এখন থেকেই যথেষ্ট উদ্বিগ্ন।