Mamata Banerjee: 'বারবার ভুল করলে....', দলের কাদের হুঁশিয়ারি দিলেন মমতা!

Mamata Banerjee: দলের বেশ কয়েকজন বিধায়কের বেফাঁস মন্তব্য বিপাকে পড়ছে দল। ফলে এখন থেকে সবাই যে সংবাদমাধ্যমে কথা বলতে পারবেন না তা স্পষ্ট করে দেন মমতা

Updated By: Feb 10, 2025, 03:44 PM IST
Mamata Banerjee: 'বারবার ভুল করলে....', দলের কাদের হুঁশিয়ারি দিলেন মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের গুটিকয় বিধায়ক মাঝেমধ্যেই বেলাগাম মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিচ্ছেন। এনিয়ে এবার কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশন শুরু আগে দলের বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মমতা। সেই বৈঠকেই আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কথা টেনে আনলেন। পাশাপাশি যারা দলের ইমেজের তোয়াক্কা না করে বেঁফাস মন্তব্য করছেন তাদেরও সতর্ক করে দিলেন দলনেত্রী।

আরও পড়ুন-আশ্চর্য অধ্যবসায়! শ্রাবন্তী মাধ্যমিক দিচ্ছে হাসপাতাল থেকেই, অঞ্জলি পরীক্ষাকেন্দ্রে পৌঁছল অ্যাম্বুল্যান্সে...

সম্প্রতি হুমায়ুন কবীর, মদন মিত্র, নারায়ণ গোস্বামী ও উদয়ন গুহ বিভিন্ন ধরনের মন্তব্য় করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। নাম না করে তাঁদের উদ্দেশ্যে মমতা বলেন, যারা ভারপ্রাপ্ত তারাই একমাত্র প্রেসের সামনে কথা বলবে। বারবার ভুল করলে ছাড়া যায় না। বারবার ক্ষমা করা যায় না।

সম্প্রতি মদন মিত্র আইপ্যাকের কঠোর সামালোচনা করেন একেবারে প্রকাশ্যে। সেখানে তিনি দাবি করেন, টাকা পয়সা নিয়ে আইপ্য়াক প্রার্থী নির্বাচন করেছে। মদনের ওই মন্তব্যর পরপরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। এনিয়ে জলঘোলা শুরু হতেই ক্ষমা চেয়ে নেন মদন মিত্র। সূত্রের খবর, এনিয়ে মমতা বল্ছেন, একবার ভুল করলে ক্ষমা চাওয়া যায়। বারবার ভুল করলে ক্ষমা করা যায় না। মদন ভুল করেছিল। ক্ষমা চেয়ে নিয়েছে।

এদিকে, দলের অনেকের সমালোচনা করলেও সদ্য জেল থেকে ছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, বালুর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও প্রমাণ নেই। ওকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। কোনও কিছুই প্রমাণ করতে পারেনি।

বৈঠকে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের জনসংযোগের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ধমক দেন জামুরিয়ার বিধায়ক নরেন চট্টোপাধ্যায়কে। তৃণমূল নেত্রী বলেন, আপানাদের দলীয়  কোন্দলে কান পাতা দায়।  নিজেদের মধ্যে ঝগড়া মেটান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.