কলকাতায়-সহ দক্ষিণবঙ্গে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Updated By: Aug 8, 2019, 10:00 AM IST
কলকাতায়-সহ দক্ষিণবঙ্গে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন:  শক্তি হারাচ্ছে নিম্নচাপ। তবে আগামী ৪৮ ঘণ্টা ধরে চলবে বৃষ্টি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

 

দুদিন আগে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। সেটি শক্তি হারিয়ে বর্তমানে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। ক্রমশ তা উত্তর পশ্চিম দিকে সরছে। নিম্নচাপ দুর্বল হলেও তার হাত ধরে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। সেই কারণেই অবশেষে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও।

ফের মিরাক্যাল! স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সারকে হারিয়ে জীবনযুদ্ধ জয় হালিশহরের অমিতেরও

আগামিকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।  

.