Newtown Incident: এবারও কি ফাঁসি? নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনে ১৫ দিনের মাথায় চার্জশিট পুলিসের!

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন! ঘটনার ১৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিস। চার পাতার চার্জশিটে মূল ও একমাত্র অভিযুক্ত হিসেবে সৌমিত্র রায়ের নাম উল্লেখ।  সূত্রের খবর তেমনই।

Updated By: Feb 24, 2025, 10:02 PM IST
Newtown Incident: এবারও কি ফাঁসি? নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনে ১৫ দিনের মাথায় চার্জশিট পুলিসের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন! ঘটনার ১৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিস। চার পাতার চার্জশিটে মূল ও একমাত্র অভিযুক্ত হিসেবে সৌমিত্র রায়ের নাম উল্লেখ।  সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  RG Kar Case Update: 'যদি কোনও তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে...' আরজি কর মামলায় আদালতে রিপোর্ট CBI-র!

ঘটনার সূত্রপাত গত ৭ ফেব্রুয়ারি। সেদিন  নিউটাউনের জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালিকার অর্ধনগ্ন দেহ।  কীভাবে মৃত্যু? পুলিস সূ্ত্রে খবর, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে।  নিউটাউন পুলিস ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায়ে নামে এক টোটো চালককে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও নিউটাউন থানার পুলিস। সেই সৌমিত্রের বিরুদ্ধে এবার চার্জশিট জমা পড়ল আদালতে।

তদন্তে জানা গিয়েছে, নিউটাউনেরই  জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিজের টোটোতে বসিয়েছিল সৌমিত্র। প্রথমে পিছনের সিটে বসেছিল সে। এরপর যখন টোটোতে অন্য যাত্রীরা ওঠেন, তখন ওই নাবালিকাকে সামনে সিটে বসায় টোটো চালক। শেষে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর, ওই নাবালিকা নিয়ে যাওয়া হয় লোহা ব্রিজের কাছে ফেঙসিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে। এরপরই ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।

পুলিস সূত্রে খবর, ওই নাবালিকার বয়স ১৪ বছর। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভাড়া বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকত সে। সিসি স্কোয়ার এলাকায় সিসিটিভি ফুটেজে ওই নাবালিকাকে টোটোতে করে যেতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ টোটোতে উঠেছিল নির্যাতিতা। এরপর টোটো চালক সৌমিত্র রায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। 

আরও পড়ুন:  লাফিয়ে বাড়ল ইর্ন্টান-হাউসস্টাফদের ভাতা, স্যালাইনকাণ্ডে উঠল জুনিয়র ডাক্তারদের সাসপেনশন

এর আগে, গত বছরের অক্টোবরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে  চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযোগ ওঠে। । টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। এরপর দেহ উদ্ধার করে পুলিস। সেই মামলায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে সাজা শুনিয়েছে আদালত। তাও আবার দু'মাসের মাথায়! এবার কী তাই হবে? 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.