Pawan Singh: সোমে শ্যামনগরে অভিষেক, অর্জুন-পুত্রের বিজেপি ত্যাগের জল্পনা তুঙ্গে
তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই অর্জুন জানিয়েছিলেন, ভাটপাড়ার বিধায়ক পবন সিংও (Pawan Singh) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। শরীর খারাপ থাকায়, তিনি ওইদিন যাননি। তবে কিছুদিনের মধ্যেই পবন সিং (Pawan Singh) তৃণমূলে (TMC) যোগ দেবেন।
নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপিতে ভাঙনের আশঙ্কা। বাবা অর্জুনের পথে এবার পদ্ম শিবির ছাড়তে চলেছেন পবন সিং (Pawan Singh)? সেই সম্ভবনা জোড়াল হচ্ছে।
সোমবার শ্যামনগরে জনসভা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যা (Abhishek Banerjee)। সূত্রের খবর, সেই সভায় তৃণমূলে যোগ দিতে পারেন ভাটপাড়ার বিধায়ক। অভিষেকের সভায় পদ্ম ছেড়ে ঘাসফুলে যেতে পারেন পবন সিং (Pawan Singh)। তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই অর্জুন জানিয়েছিলেন, ভাটপাড়ার বিধায়ক পবন সিংও (Pawan Singh) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। শরীর খারাপ থাকায়, তিনি ওইদিন যাননি। তবে কিছুদিনের মধ্যেই পবন সিং (Pawan Singh) তৃণমূলে (TMC) যোগ দেবেন।
২২ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে নিজের পুরনো দলে যোগ দেন অর্জুন সিং (Arjun Singh)। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সমস্ত নেতা- জ্য়োতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। তাঁদের উপস্থিতিতেই অর্জুনের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।