গুরুতর অসুস্থ মন্ত্রী নির্মল মাজি, মস্তিষ্কে রক্তক্ষরণ,ভর্তি SSKM-এ

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলেন মন্ত্রী নির্মল মাজি

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Sep 3, 2020, 05:47 PM IST
গুরুতর অসুস্থ মন্ত্রী নির্মল মাজি, মস্তিষ্কে রক্তক্ষরণ,ভর্তি SSKM-এ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন মন্ত্রী নির্মল মাজি। কার্ডিয়োলজি বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। রাখা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে। সূত্রের খবর, আগামিকাল বা সোমবার অস্ত্রোপচার করা হতে পারে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্য়াল বোর্ড।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলেন মন্ত্রী নির্মল মাজি। তারই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করানো হয় SSKM-এ। সেখানে সিটি স্ক্যান করার পরই ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে নির্মল মাজির। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। 

আরও পড়ুন- মামলা লড়তে লড়তেই হার্ট অ্যাটাক, কোর্টেই মৃত্যু আইনজীবীর

তবে, জানা যাচ্ছে মন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। জ্ঞান রয়েছে। কথাও বলছেন। ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী, কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। কিন্তু নিয়মিত কাজকর্মের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার তদারকিও করছিলেন। বৃহস্পতিবার সকালেই অসুস্থতা বেড়ে গিয়ে এমন বিপত্তি তৈরি হয়।

.