Mamata Banerjee At Banga Bibhushan: 'আমার ছবিতে কালি ছেটালে, আমার হাতেও আলকাতরা আছে!'

Mamata Banerjee At Banga Bibhushan: "সবাই সাধু একথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। সত্যি প্রমাণিত হোক। কেউ দোষী প্রমাণিত হলে, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড।"

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 25, 2022, 06:25 PM IST
Mamata Banerjee At Banga Bibhushan: 'আমার ছবিতে কালি ছেটালে, আমার হাতেও আলকাতরা আছে!'
নিজস্ব চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গবিভূষণের মঞ্চ থেকে এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রথমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর স্পষ্ট কথা, "সারাজীবন আমি রাজনীতি জীবন ভোগ করার জন্য করিনি। আমার ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ। সারাজীবন রাজনীতি করেছি দেশসেবার জন্য। কিন্তু রাজনীতিকদের মধ্যেও পার্থক্য থাকে। স্কুলে কি সব পড়ুয়া কি একরকম হয়? এক গাছে কি কলা আর আপেল হয়? আম আর আমড়া হয়? অন্যায়কে আমি সমর্থন করি না। দুর্নীতিকে সমর্থন করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়। আমি ১ লাখ টাকা করে সংসদের পেনশন পাই। এমএলএ বা চিফ মিনিস্টার হিসেবেও ২ লাখ করে পাই। অর্থাৎ মোট ৩ লাখ। কিন্তু ১১ বছরে একটা টাকাও নেইনি।"

মমতা বলেন, "আজ আমি সত্যিই দুঃখিত, মর্মাহত। কয়েকটি রাজনৈতিক দলের জন্য। সবাই সাধু একথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। আমি জ্ঞানত কোনও অন্যায় করি না। আমি না জেনে কোনও অন্যায় করে থাকলে, ভুল সংশোধনের সুযোগ চাইব। ক্ষমা চাইব। কিন্তু কোনও এক মহিলাঘটিত ব্যাপারে যেভাবে আমার ছবিতে কালি ছেটানো হচ্ছে, তারা যেন মনে রাখে আমার হাতেও আলকাতরা আছে। যে অন্যায় করেছে, তাঁকে হাজারবার বলুন। কিন্তু বিচারের আগেই কাঁটাছেড়া কেন? বিচারের আগেই বিচার কেন? আমি পুজোয় যাই। উদ্যোক্তারা যদি কাউকে ডেকে রাখে, সে যদি মঞ্চে থাকে, তাকে যদি আমি না চিনি, তাহলে আমার কী করার আছে? সে নাকি পার্থর বন্ধু? আমি কি ভগবান, জানব কে কার বন্ধু!"

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, "সত্যি প্রমাণিত হোক। কেউ দোষী প্রমাণিত হলে, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। যে মহিলার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, দলের সাথে তার কোনও সম্পর্ক নেই। সরকারের সাথেও নেই। কেউ দোষ করে থাকলে, সে নিজে তার দায়িত্ব নেবে। কেউ চোর, ডাকাত হলে তৃণমূল রেয়াত করে না। কিন্তু একটা মহিলার ব্যাপার নিয়ে সবাইকে অসম্মান করা হচ্ছে।" বলেন, "বিজেপি, সিপিআইএম আমার নামে কুৎসা ছড়াচ্ছে। টাকার পাহাড়ের পাশে কেন আমার ছবি? আমি বই লিখি। খেটে ইনকাম করি। আমি গানের সুর দিই। তার থেকেও রয়্যালটি পাই। ১২০টা বই বেরিয়েছে আমার।" পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া নিয়েও তিনি প্রশ্ন ছোঁড়েন, "কেন এসএসকএম থেকে ওড়িশায় নিয়ে যেতে হবে? কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে যেতে হবে কেন?"

আরও পড়ুন, Arpita Mukherjee, Partha Chatterjee: ৬ কোম্পানির মালকিন অর্পিতা! পার্থর বাড়িতে বাজেয়াপ্ত জমি-বাড়ি-কোম্পানির দলিল

আরও পড়ুন, Arpita Mukherjee, Partha Chatterjee: নতুন বাড়ি-গাড়ি, ভাইয়ের চাকরি! পার্থ-যোগে রাতারাতি বড়লোক অর্পিতার মামারাও

SSC: 'কোথায় ১৮ হাজার শূন্যপদ'? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.