চেনা চেহারা বদলাল! এতদিনে লকডাউনের মানে বুঝল কোলে মার্কেট

দু-তিনদিন আগেও দেখা গিয়েছিল শিয়ালদা কোলে মার্কেটে কিছু মানুষ লকডাউন অমান্য করেই বাজার করে চলেছেন। মাস্ক পরা তো দূরের কথা, সামাজিক দূরত্বটুকুও মেনে চলছিলেন না তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকালে শিয়ালদা কোলে মার্কেটে অন্য ছবি ধরা পড়ল জি ২৪ ঘণ্টার ক্যামেরায়।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Apr 30, 2020, 11:39 AM IST
চেনা চেহারা বদলাল! এতদিনে লকডাউনের মানে বুঝল কোলে মার্কেট

নিজস্ব প্রতিবেদন:  রেড জোন- এখনও যদি সচেতন না হয় তো কবে সচেতন হবে কোলে মার্কেট! অনেক সচেতনতামূলক প্রচার, অনেক জোরাজুরি, কড়াকড়ির পর এবার হুঁশ ফিরল কোলে মার্কেটের। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেল কোলে মার্কেটের সেই চেনা ছবিটা উধাও। লকডাউনের প্রভাব এতদিনে পড়ল সেখানে। হুঁশ ফিরেছে ক্রেতা বিক্রেতা উভয়েরই। ভিড় কমেছে কোলে মার্কেটে।

কোনও বিমা কোম্পানির সঙ্গে চুক্তি হয়নি, ১০ লাখের ঘোষণা শুধু মুখেই : দিলীপ
দু-তিনদিন আগেও দেখা গিয়েছিল শিয়ালদা কোলে মার্কেটে কিছু মানুষ লকডাউন অমান্য করেই বাজার করে চলেছেন। মাস্ক পরা তো দূরের কথা, সামাজিক দূরত্বটুকুও মেনে চলছিলেন না তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকালে শিয়ালদা কোলে মার্কেটে অন্য ছবি ধরা পড়ল জি ২৪ ঘণ্টার ক্যামেরায়।
আগের তুলনায় সচেতন হতে দেখা গেল ক্রেতা-বিক্রেতা উভয়কেই। বিক্রিবাট্টা আগের তুলনায় অনেক কম, যাওবা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই। বিক্রেতারাও বললেন, "এখন যাঁরা বাজারে আসছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই চলছেন। মুখে মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন।"
কলকাতা রেড জোনের আওতায়। রেড জোনগুলিতে আরও কড়াভাবে লকডাউন মানার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফেও কড়া নজরদারি রাখা হয়েছে। কিন্তু সেসবের উর্ধেব উঠেও বাজারগুলিতে ভিড় এড়ানো সম্ভব হচ্ছিল না। শেষমেশ তা আয়ত্তে আনা গেল।

.