27 May 2021, 15:45 PM
আজকের মতো মামলার শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল অর্থাত্ শুক্রবার দুপুর বারোটায়। কে কোন বিষয়ে সওয়াল করবে? সবপক্ষ নোট দেওয়ার নির্দেশ আদালতের।
27 May 2021, 15:45 PM
অন্য রাজ্যে স্থানান্তরের মামলাও শোনা যাচ্ছে। মির্জাকেও পার্টি করা দরকার: ভারপাপ্ত প্রধান বিচারপতি
27 May 2021, 15:30 PM
জামিনে স্থগিতাদেশ দেওয়া হলে, ২ সপ্তাহের মধ্যে পুর্নবিবেচনার মামলা শুনতে হয়। আগে সেটাই শোনা হোক: অ্যাডভোকেট জেনারেল।
27 May 2021, 15:30 PM
এই মামলায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে কেন পার্টি করা হল না? প্রশ্ন অভিযুক্তপক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
27 May 2021, 15:15 PM
প্রথমে জামিনে স্থগিতাদেশে নির্দেশ পুর্নবিবেচনার মামলার শুনানি হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
27 May 2021, 15:15 PM
পুরো বিষয়টি আমাদের সামনে। দেখতে হবে, গ্রেফতারি আইনত ছিল নাকি বেআইনি। সেকারণে বিষয়টিকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কাছে তথ্য থাকতে হবে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়
27 May 2021, 15:00 PM
এটা কোনও সাধারণ মামলা নয়। শুধু জামিনের মামলাও নয়। আদালত যদি জামিন মঞ্জুর করে, তাহলে পুরো মামলাটারই নিষ্মত্তি হয়ে যাবে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মজুমদার
27 May 2021, 15:00 PM
লকডাউনের জন্য আমরা সবাই গৃহবন্দি: হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
27 May 2021, 15:00 PM
মামলা আরও ৪-৫ দিন চলতে পারে। ততদিন অভিযুক্তদের হেফাজতে থাকতে হবে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
27 May 2021, 15:00 PM
মানুষের আবেগের কাছে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে না: বিচারপতি হরিশ টন্ডন
27 May 2021, 15:00 PM
অনেক হাই প্রোফাইল মামলায় মানুষ আবেগে কেঁদে ফেলেন। তাতে কিছু বিচারক প্রভাবিত হয়েছেন, সেটা প্রমাণ করতে হবে। নইলে আপনাদের উদাহরণ বিপরীতে যেতে পারে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
27 May 2021, 15:00 PM
জামিনে স্থগিতাদেশ পুর্নবিবেচনার জন্য চারটে আবেদন করা হয়েছে। আপনারা মামলা স্থানান্তরের আবেদন করেছেন। আপনি মানুষের কথা বলছেন। তাঁদের সঙ্গে মামলার কি সম্পর্ক?, CBI-র আইনজীবীকে প্রশ্ন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের।
27 May 2021, 14:45 PM
যদি ধরা হয় যে আইন মেনে গ্রেফতার হয়নি, তাও জামিন প্রক্রিয়ায় যে হুমকির মধ্যে দিয়ে চলছে, তাতে বিচার ব্যবস্থার ওপর মানুষের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না!: তুষার মেহেতা
27 May 2021, 14:45 PM
বিচারক প্রভাবিত হয়েছেন তার কোনও প্রমাণ না থাকে তাহলে আমরা কি করতে পারি?: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি।
27 May 2021, 14:45 PM
যদি কোনও ভাবে বিচারক প্রভাবিত হয়ে থাকেন, তাহলে সেই বিষয়টা আইনত ভাবে আমরা দেখতে পারি। কিন্তু আপনারা বিচারক নিয়ে কিছু বলবেন না, CBI-র আইনজীবীকে বললেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়।
27 May 2021, 14:30 PM
জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরিতে আদালত পদক্ষেপ না নিলে আগামী দিনেও এমন হবে। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে যাবে: তুষার মেহেতা
27 May 2021, 14:30 PM
এই মামলায় রাজ্যকে পার্টি করার অনুমতি দিল হাইকোর্ট : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
27 May 2021, 14:30 PM
রাজ্যে ইয়াস ঝড়ে কোনও ক্ষয় ক্ষতি হয়েছে কিনা, তা অভিযুক্তপক্ষের আইনজীবীর কাছে জানতে চাইলেন CBI-র আইনজীবী।
27 May 2021, 14:30 PM
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে মামলার পার্টি বা যুক্ত করেছিল সিবিআই। কিন্তু হাইকোর্টের যে আবেদন করেছে তাতে রাজ্যকে পার্টি করতে সমস্যা কোথায়!: অ্যাডভোকেট জেনারেল
27 May 2021, 14:30 PM
সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল সিবিআই। সেটা খারিজ হয়ে গিয়েছে: অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।