পূরণ হতে চলেছে কুণাল ঘোষের ইচ্ছা, সুদীপ্ত সেনের সামনে বসে প্রাক্তন তৃণমূল সাংসদকে জেরা করবে সিবিআই

শেষ পর্যন্ত বোধহয় ইচ্ছেপূরণ হতে চলেছে কুণাল ঘোষের। সারদাকাণ্ডে ধৃত এই তৃণমূল সাংসদ বারবার দাবি করেছিলেন তাঁকে যেন সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিন আদালত সুদীপ্ত-কুণাল দুজনকেই সিবিআই হেফাজতে পাঠায়। সিবিআই সূত্রে ইঙ্গিত প্রয়োজনে সুদীপ্ত সেনের সামনেই জেরা করা হবে কুণাল ঘোষকে। গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের সামনে সারদা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। দাবি করেছেন তাঁকে যেন সুদীপ্ত সেনের সামনে বসিয়ে জেরা করা হয়। কিন্তু রাজ্য পুলিস বা ইডি কেউই তার ইচ্ছাপূরণ করেনি।

Updated By: Jun 16, 2014, 08:22 PM IST

শেষ পর্যন্ত বোধহয় ইচ্ছেপূরণ হতে চলেছে কুণাল ঘোষের। সারদাকাণ্ডে ধৃত এই তৃণমূল সাংসদ বারবার দাবি করেছিলেন তাঁকে যেন সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিন আদালত সুদীপ্ত-কুণাল দুজনকেই সিবিআই হেফাজতে পাঠায়। সিবিআই সূত্রে ইঙ্গিত প্রয়োজনে সুদীপ্ত সেনের সামনেই জেরা করা হবে কুণাল ঘোষকে। গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের সামনে সারদা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। দাবি করেছেন তাঁকে যেন সুদীপ্ত সেনের সামনে বসিয়ে জেরা করা হয়। কিন্তু রাজ্য পুলিস বা ইডি কেউই তার ইচ্ছাপূরণ করেনি।

সোমবার প্রিজন ভ্যানে আদালতে পৌছনোর মুহূর্ত থেকেই ফুরফুরে মেজাজে ছিলেন কুণাল ঘোষ। পাহারায় থাকা পুলিস কর্মীদের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচের ফলাফলও জিঞ্জাসা করেন।

সিবিআই হেফাজতে যাওয়ার পথেও ছিলেন খোশ মেজাজে। বলে গেলেন যা বলার সিবিআইকে বলব।

সিবিআই সূত্রে খবর , জিজ্ঞাসাবাদের জন্য সুদীপ্তর মুখোমুখি জেরা হতে পারে কুণালের। তদন্তকারীদের ধারনা মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে এমন কিছু তথ্য যা সারদা মামলায় তদন্তে মোড় ঘোরাতে পারে।

.