কলকাতা আজ থেকে রান্নার গ্যাস কেনা শুরু করল পেট্রোল পাম্প থেকে
রান্নার গ্যাস নিয়ে আপনার বিস্তর অভিযোগ? ডিলারের দেওয়া পরিষেবায় আপনি সন্তুষ্ট নন? সমস্যার সমাধান এবার আপনার হাতের মুঠোয়। ডিলার বদলে নিন। প্রয়োজনে গ্যাস কোম্পানিও বদলে নিতে পারেন।
Updated By: Oct 5, 2013, 10:46 PM IST
রান্নার গ্যাস নিয়ে আপনার বিস্তর অভিযোগ? ডিলারের দেওয়া পরিষেবায় আপনি সন্তুষ্ট নন? সমস্যার সমাধান এবার আপনার হাতের মুঠোয়। ডিলার বদলে নিন। প্রয়োজনে গ্যাস কোম্পানিও বদলে নিতে পারেন।
চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরুর মতো কলকাতাতেও আজ থেকে চালু হয়ে গেল এই সুবিধা। এ বার আপনার রান্নার গ্যাস মিলবে পেট্রোল পাম্পেও। কলকাতায় আজ থেকেই মিলছে ৫ কেজির সিলিন্ডার। দাম ১ হাজার ৫১৭ টাকা। সিলিন্ডার কিনতে হলে থাকতে হবে সচিত্র পরিচয়পত্র। সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেলে রিফিলও করিয়ে নিতে পারবেন। খরচ পড়বে ৪৬৭ টাকা।