Yaas-এর জন্য চূড়ান্ত সতর্কতা, বুধবার প্রায় ১২ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর

বন্ধ থাকবে সমস্ত কাজ। ওঠা-নামা করবে না বিমান। 

Updated By: May 25, 2021, 09:05 PM IST
Yaas-এর জন্য চূড়ান্ত সতর্কতা, বুধবার প্রায় ১২ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদন: ইয়াসের জন্য চড়ান্ত সতর্কতা। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে সমস্ত কাজ। ওঠা-নামা করবে না কোনও বিমান।

আরও পড়ুন: Yaas-এর প্রভাবে পকেটে পকেটে টর্নেডো হচ্ছে, বাড়িতেই থাকুন: Mamata

আমপান থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগে সতর্কতা অবলম্বন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।  গত বছর আমপানে বেশ ক্ষতিগ্রস্থ হয় কলকাতা বিমানবন্দরের অনেক জায়গার ছাদ।। বিমান বন্দরের অনেক অংশই জলের তলায় ডুবে যায়। জলের তলায় চলে যায় টারম্যাক, রানওয়ে এবং হ্যাঙ্গার। তাই এবার আগে থেকেই সতর্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন Subrata, থাকবেন গৃহবন্দি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ তারিখ মানে বুধবার দুপুরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। চাঁদবালি ও ধামড়ার মাঝে আছড়ে হবে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৬৫-১৫৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তবে স্বস্তির বিষয় হল, কলকাতায় আমপানের মতো পরিস্থিতি হবে না। এই ঝড়ের ফলে কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার। 

.