রেড রোড দুর্ঘটনায় গাড়ির চালান থেকে সামনে এসেছে প্রভাবশালী যোগ

রেড রোডের দুর্ঘটনার নয়া মোড়। গাড়ি কেনার চালান থেকেই এবার সামনে এসেছে প্রভাবশালী যোগ। তবে তদন্ত শুরু করে একাধিক প্রশ্নের জবাব হাতড়াচ্ছে পুলিস। কীভাবে ব্যারিকেড কাটিয়ে সেনার মহড়ায় ঢুকে পড়ল বাইরের গাড়ি? বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে প্রশ্ন উঠেছে তবে কি চালক সুস্থ ছিলেন না? ফোর্ট উইলিয়ামের সামনে উদ্ধার হওয়া গাড়িটি পাওয়া গেছে কড়া পারফিউমের গন্ধ। মদের গন্ধ ঢাকতেই সুগন্ধী ছড়ানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। দুর্ঘটনার পরে সুকৌশলে যেভাবে গাড়িটি বার করে নিয়ে গেছেন চালক, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যথেষ্ট  হুঁশেই ছিলেন চালক। কে চালাচ্ছিলেন গাড়িটি? তানিয়েও তৈরি হয়েছে  বিতর্ক। গাড়ির মধ্যে থাকা একটি চালান অবশ্য ইঙ্গিত দিচ্ছে মালিকের দিকেই। কারণ গাড়ি কেনার চালান সাধারণত মালিকের কাছেই থাকে।

Updated By: Jan 13, 2016, 12:40 PM IST
রেড রোড দুর্ঘটনায় গাড়ির চালান থেকে সামনে এসেছে প্রভাবশালী যোগ

ওয়েব ডেস্ক: রেড রোডের দুর্ঘটনার নয়া মোড়। গাড়ি কেনার চালান থেকেই এবার সামনে এসেছে প্রভাবশালী যোগ। তবে তদন্ত শুরু করে একাধিক প্রশ্নের জবাব হাতড়াচ্ছে পুলিস। কীভাবে ব্যারিকেড কাটিয়ে সেনার মহড়ায় ঢুকে পড়ল বাইরের গাড়ি? বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে প্রশ্ন উঠেছে তবে কি চালক সুস্থ ছিলেন না? ফোর্ট উইলিয়ামের সামনে উদ্ধার হওয়া গাড়িটি পাওয়া গেছে কড়া পারফিউমের গন্ধ। মদের গন্ধ ঢাকতেই সুগন্ধী ছড়ানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। দুর্ঘটনার পরে সুকৌশলে যেভাবে গাড়িটি বার করে নিয়ে গেছেন চালক, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যথেষ্ট  হুঁশেই ছিলেন চালক। কে চালাচ্ছিলেন গাড়িটি? তানিয়েও তৈরি হয়েছে  বিতর্ক। গাড়ির মধ্যে থাকা একটি চালান অবশ্য ইঙ্গিত দিচ্ছে মালিকের দিকেই। কারণ গাড়ি কেনার চালান সাধারণত মালিকের কাছেই থাকে।

গাড়ি কেনার চালান থেকেই এবার সামনে এসেছে প্রভাবশালী যোগও।  জানা যাচ্ছে ৪ জানুয়ারি মধ্য কলকাতার শোরুম থেকে তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের বড় ছেলে আম্বিয়া সোহরাবের নামে কেনা হয় অডি কোত্রো গাড়িটি। চালান থেকেই এই সূত্র পেয়েছে পুলিস। সেক্ষেত্রে আম্বিয়াই গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিসের হোমিসাইড শাখা ।

.