সরকারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে জট কাটল, শুরু হবে কাউন্সেলিং

কাউন্সেলিংয়ের ওপর বহাল থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল আদালত।

Updated By: Jun 25, 2019, 03:43 PM IST
সরকারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে জট কাটল, শুরু হবে কাউন্সেলিং

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জট কাটল। প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৭ দিনের মধ্যে কাউন্সেলিং শুরু হতে চলেছে। সূত্রের খবর, মোট ২২৪৫ শূন্য পদের জন্য হাজার ১৮৬৪ জনকে ডাকা হবে কাউন্সেলিংয়ে।

 

কাউন্সেলিংয়ের ওপর বহাল থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল আদালত। যদিও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সফল মামলাকারীদের আসন ফাঁকা রাখতে হবে কমিশনকে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে  সরকারি স্কুলে প্রধান শিক্ষক হতে গেলে ২০১৫  সাল পর্যন্ত স্নাতকোত্তরে ৪০ শতাংশ নম্বার লাগত,  ২০১৬  সালে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয় এবং ২০১৭ সালে ৫০ শতাংশ করা হয়।

‘কাটমানি’র অভিযোগ এড়াতে এবার সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পড়বে টাকা, বললেন ফিরহাদ

এটাই চ্যালেঞ্জ করে মামলা করা  হয়। মামলার প্রেক্ষিতে সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। কিন্তু মামলাকারীদের ফলপ্রকাশ করা হয়নি। ফলে তাঁরা কাউন্সেলিং-এ ডাক পাচ্ছিলেন না। আবার মামলা আসে আদালতে।  গত ২২ শে জানুয়ারি কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত।

.