Firhad Hakim | Agnimitra Paul: 'ওই আসনটাও থাকবে না!',অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির...
Firhad Hakim: বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নইলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেও পরাজিত হবেন অগ্নিমিত্রা।
![Firhad Hakim | Agnimitra Paul: 'ওই আসনটাও থাকবে না!',অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির... Firhad Hakim | Agnimitra Paul: 'ওই আসনটাও থাকবে না!',অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/27/506240-firhadagnimitra.jpg)
প্রবীর চক্রবর্তী: ২০২৬ এ আপনি জিততে পারবেন না, ওই আসন পাবে তৃণমূল। এই বার্তা দিয়ে অগ্নিমিত্রাকে তৃণমূলে আহ্বান জানালেন ফিরহাদ হাকিম। সংবিধান দিবসে রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্নে হট্টাগোল তৈরি হয়। এই ইস্যুতে ফরহাদ হাকিমকে কার্যত কাঠগড়ায় দাঁড় করান অগ্নিমিত্রা পাল। এরপরই কটাক্ষ করে বিধানসভায় বিরোধীদলের সদস্যদের দল বদলের প্রস্তাব দিলেন ফিরহাদ।
ফিরহাদ হাকিম বলেন, 'পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত। সুরক্ষিত কতটা তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ৬-০।' অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে বিধানসভায় ববি আরও বলেন, 'আপনার আশে পাশে বসা অনেকে চলে এসেছে আপনিও চলে আসুন, পরের বার আপনার আসন আর জিতবেন না।'
মাদারিহাট কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ টেনে বিজেপির বিধায়কদের শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান রাজ্যের মন্ত্রী। নইলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেও পরাজিত হবেন অগ্নিমিত্রা। উপনির্বাচনের ফল নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, এত অপপ্রচার করা হল। তার পরেও তো উপনির্বাচনে ৬-০ হল।'
আরও পড়ুন, Kolkata: ফটোশ্যুটে অশ্লীলতা? উঠতি মডেলকে 'নগ্ন' হতে বলে... তারপর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)