অ্যাপোলোর বিরুদ্ধে ফের FIR দায়ের ফুলবাগান থানায়

অ্যাপোলোর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হল ফুলবাগান থানায়। সঞ্জয় রায়ের পর এবার অভিযোগ জানাল শতাব্দী চক্রবর্তী নামে রোগীর পরিবার। গত পয়লা ফেব্রুয়ারিতে পায়ের সমস্যা নিয়ে এই রোগী ভর্তি হন। অভিযোগ টাকার জন্য দীর্ঘক্ষণ বিনা চিকিত্সায় তাঁকে ফেলে রাখা হয়। পরে যখন অপারেশন করা হয় , ততক্ষণে কেটে গেছে গোল্ডেন আওয়ার। পা বাদ যায় শতাব্দী চক্রবর্তীর।

Updated By: Mar 25, 2017, 10:33 PM IST
অ্যাপোলোর বিরুদ্ধে ফের FIR দায়ের ফুলবাগান থানায়

ওয়েব ডেস্ক : অ্যাপোলোর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হল ফুলবাগান থানায়। সঞ্জয় রায়ের পর এবার অভিযোগ জানাল শতাব্দী চক্রবর্তী নামে রোগীর পরিবার। গত পয়লা ফেব্রুয়ারিতে পায়ের সমস্যা নিয়ে এই রোগী ভর্তি হন। অভিযোগ টাকার জন্য দীর্ঘক্ষণ বিনা চিকিত্সায় তাঁকে ফেলে রাখা হয়। পরে যখন অপারেশন করা হয় , ততক্ষণে কেটে গেছে গোল্ডেন আওয়ার। পা বাদ যায় শতাব্দী চক্রবর্তীর।

আরও পড়ুনরোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা আর জি কর হাসপাতালে

এখানেই শেষ নয়, পরিবারের দাবি, চেকে পেমেন্ট করলে তাদের  প্যান কার্ড জমা রেখে দেওয়া হয়।  অভিযোগ, চেক ক্লিয়ার হওয়ার পরেও প্যান কার্ড ফেরানো হয়নি। চেক ক্লিয়ার হওয়ার কথা মানেই নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, সঞ্জয় রায়ের কেসে আজ অ্যাপোলোর GM ফার্মেসি শেখর শর্মা ডাকা হয় থানায়। বিলে সাড়ে তিন লাখ টাকার গড়মিল পাওয়া গেছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

.