শহরে প্রধানমন্ত্রী, রায়গঞ্জে এইমসের দাবিতে অনশনে দীপা দাশমুন্সি

রায়গঞ্জে এইমসের দাবিতে গান্ধীমূর্তিতে অনশনে কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। একইসময়ে দু`দিনের সফরে শহরে প্রধানমন্ত্রী। রায়গঞ্জে এইমসের দাবিতে তাই আগামিকাল প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা। টেট দুর্নীতিতে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানাবেন তাঁরা।

Updated By: Feb 1, 2014, 07:08 PM IST

রায়গঞ্জে এইমসের দাবিতে গান্ধীমূর্তিতে অনশনে কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। একইসময়ে দু`দিনের সফরে শহরে প্রধানমন্ত্রী। রায়গঞ্জে এইমসের দাবিতে তাই আগামিকাল প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা। টেট দুর্নীতিতে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানাবেন তাঁরা।

মেট্রো চ্যানল থেকে গান্ধীমূর্তির দূরত্ব দুই কিলোমিটারেরও কম। সিঙ্গুর ইস্যুতে মেট্রো চ্যানেলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন, সেসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন তোলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা সেদিন দিল্লি থেকে নিয়ে এসেছিলেন প্রিয়রঞ্জনই। তার দুদিন পর, অনশন প্রত্যাহার করে নেন বর্তমান মুখ্যমন্ত্রী। সেই প্রিয়রঞ্জন দাশমুন্সির রায়গঞ্জে এইমস করার দাবিতে শুক্রবার থেকে অনশনে বসেছেন দীপা দাশমুন্সি। প্রদেশ কংগ্রেসের সবস্তরের নেতারা ছাড়াও মঞ্চে কখনও সুন্দন সান্যাল, কখনও কামদুনির মাস্টারমশাই প্রদীপবাবু। রাজনৈতিক গণ্ডি টপকে আরও বৃহত্তর রূপ নিচ্ছে আন্দোলন।

রায়গঞ্জে এইমস করার দাবি দীর্ঘদিনের। জমি অধিগ্রহণে সিলমোহর দিয়েছিলেন বামেরা। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে পত্রপাঠ তা খারিজ করে দেন। ফলে ইস্যুটা প্রধানমন্ত্রীর জানা।

শনিবারই শহরে প্রধানমন্ত্রী। দুদিনের সফরে ঠাসা কর্মসূচি। প্রদেশ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন গোটা বিষয়টি তাঁরা জানাবেন প্রধানমন্ত্রীকেই। তবে অনশন তুলতে রাজ্য সরকার যে কোনও ইতিবাচক হস্তক্ষেপ করবে না এমনটাই ধারনা অনশনকারীদের।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর অনশন নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য মাইলস্টোন। পরিবর্তনের স্লোগানটা উঠে এসেছিল সেই মঞ্চ থেকেই। পশ্চিমবঙ্গে দুর্বল কংগ্রেস লোকসভা ভোটের আগে দীপা দাশমুন্সির অনশন মঞ্চ ঘুরে দাঁড়ানোর মাইলস্টোন হবে কি না, তা অভিষ্যতই বলবে।

.