সিএসটিসি-এর সাত হাজার কর্মী হঠাৎ জানলেন সরকারি সিদ্ধান্তে তাঁদের বেতন কমল ২৫%
সরকারের সিদ্ধান্তে কোপ পড়ল পরিবহণ কর্মীদের একাংশের বেতনে। রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা CSTC-র কর্মীদের বেতন পঁচিশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ওভার টাইমের টাকাও এবার থেকে পাবেন না তাঁরা। সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সাত হাজার কর্মী।
কলকাতা: সরকারের সিদ্ধান্তে কোপ পড়ল পরিবহণ কর্মীদের একাংশের বেতনে। রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা CSTC-র কর্মীদের বেতন পঁচিশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ওভার টাইমের টাকাও এবার থেকে পাবেন না তাঁরা। সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সাত হাজার কর্মী।
সোমবার CSTC কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে বেতনের টাকা জমা পড়েছে। টাকার অঙ্ক খতিয়ে দেখে কর্মীরা জানাচ্ছেন তাঁরা এই মাসে পঁচিশ শতাংশ টাকা কম পেয়েছেন। ওভার টাইমের টাকাও অ্যাকাউন্টে জমা পরেনি। শুধু তাই নয়, এমাসে পে স্লিপও পাননি CSTC কর্মীরা। তাই কেন এবং কোনও খাতে এই বেতন কমানো হল তা বুঝে উঠতে পারছেন না সাত হাজার কর্মী