মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিত্সকরা
কয়েক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না মহম্মদ সেলিমের। হালকা জ্বরও ছিল। সঙ্গে শ্বাসকষ্ট ও পেট খারাপ
![মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিত্সকরা মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিত্সকরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/04/266468-3.gif)
নিজস্ব প্রতিবেদন: ভালে আছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। করোনা আক্রান্ত হওয়ায় সোমবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়।
আরও পড়ুন-করোনাকে হাতিয়ার করে লোক ঠকানোর ব্যবসা! ভুয়ো পরীক্ষার নামে মানুষের কাছ থেকে টাকা লুট
মঙ্গলবার ওই বেসরকারি হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা পজিটিভ হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। তাঁর লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। তবে এখন তাঁর দেহে একশো শতাংশ অক্সিজেন যাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ক্রিটিক্যাল কেয়ায় ইউনিটের চিকিত্সকদের একটি টিম তাঁর ওপরে নজর রাখছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না মহম্মদ সেলিমের। হালকা জ্বরও ছিল। সঙ্গে হালকা শ্বাসকষ্ট ও পেট খারাপ। পরিস্থিতি বুঝে করোনা টেস্ট করান তিনি। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান সে কথা।
আরও পড়ুন-তুঙ্গে ভূমিপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, তদারকিতে মুখ্যমন্ত্রী
অন্যদিকে, বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীও করোনা আক্রান্ত। শনিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনিও বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার রাত থেকে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।